করোনা মহামারি মোকাবিলায় দেশব্যাপী বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র মানবিক সহায়তা কার্যক্রমকে সাহায্য করার লক্ষ্যে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে সিপিবিকে মেডিকেল সামগ্রী উপহার হিসাবে প্রদান করা হয়েছে।
আজ ২৬ আগস্ট বিকেল ৫ টায় সিপিবি’র কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনে এ উপহার হস্তান্তর করেন ঢাকাস্থ ভিয়েতনাম দূতাবাসের কর্মকর্তা মি. নগুয়েন হং।
এ সময় সিপিবি’র কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ আল ক্বাফী রতন এবং আন্তর্জাতিক বিভাগের প্রধান অ্যাড. হাসান তারিক চৌধুরী।
এ সময় উপস্থিত সিপিবি’র নেতৃবৃন্দ উপহারের জন্য ভিয়েতনামের কমিউনিস্ট পার্টিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।