বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক ও হকার্স নেতা কমরেড বিকাশ সাহার করোনাভাইরাস সংক্রমিত হয়ে অকাল প্রয়াণে গভীর শোক জানিয়েছেন পার্টির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম।
নেতৃবৃন্দ আজ ১৯ এপ্রিল, ২০২০ এক বিবৃতিতে বলেন, কুর্মিটোলা হাসপাতালে কমরেড বিকাশ প্রায় বিনা চিকিৎসায় আজ সকালে মৃত্যুবরণ করেন। কমরেড বিকাশের বিনা চিকিৎসায় মৃত্যু আরেকবার প্রমাণ করলো করোনায় আক্রান্তদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অবকাঠামো এখনো গড়ে তুলতে ব্যর্থ হয়েছে সরকার।নেতৃবৃন্দ বলেন, করোনাভাইরাস পরীক্ষার প্রয়োজনীয় পরীক্ষাগার এখনো সরকার গড়ে তুলতে পারেনি। নেতৃবৃন্দ প্রতিটি জেলায় করোনা পরীক্ষাগার চালুর দাবি জানান।
নেতৃবৃন্দ করোনা মহাবিপর্যয়ের ফলশ্রুতিতে সাধারণ চিকিৎসা ব্যবস্থা ভেঙ্গে পড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের চিকিৎসা ব্যবস্থার স্বাভাবিকতা ফিরিয়ে আনতে অনুরোধ জানান। তারা এ পরিস্থিতিতে যে সকল চিকিৎসক সাহসের সাথে রোগীদের সেবা ও পরামর্শ প্রদান করছেন তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সাথে চিকিৎসকদের যথোপযুক্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার ও চিকিৎসা প্রশাসনের প্রতি আহ্বান জানান। নেতৃবৃন্দ কুয়েত-মৈত্রী হাসপাতালের ৬ জন চিকিৎসকের বিনা কারণে বরখাস্ত করার বিষয়টি খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানান। নেতৃবৃন্দ নোয়াখালী জেনারেল হাসপাতালের অ্যানেস্থেশিয়া বিভাগে কর্মরত মেডিকেল অফিসার আবু তাহেরকে মাস্ক ও সুরক্ষা উপকরণ চাওয়ার অপরাধে কারণ দর্শানো নোটিশ প্রদানের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান।
নেতৃবৃন্দ কমরেড বিকাশের শোক সন্তপ্ত পরিবারের সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানান। নেতৃবৃন্দ কমরেড বিকাশের অসুস্থ স্ত্রীর কুর্মিটোলা হাসপাতালে সুচিকিৎসা প্রদানের জন্য কর্তৃপক্ষ ও সরকারের প্রতি আহবান জানান।