গতকাল মঙ্গলবার ১৪ এপ্রিল, ২০২০ হোয়াইট হাউসে এক প্রেস কনফারেন্সে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডাব্লিউএইচও’র প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগ তুলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংস্থাটিকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রদত্ত চাঁদা সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেন। ডাব্লিউএইচও’র মোট বাজেটের ১৫ শতাংশ চাঁদা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। গত বছর সংস্থাটিকে ৪০০ মিলিয়ন ডলার দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় ব্যর্থতার এবং মহামারির প্রথম থেকেই চীনের পক্ষে কাজ করার অভিযোগ এনেছে।
বৈশ্বিক মহামারি কোভিড-১৯ মোকাবিলায় যখন সকল রাষ্ট্রের ঐক্যবদ্ধভাবে দাঁড়ানো দরকার তখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ ধরনের হঠকারি আচরণের তীব্র নিন্দা জানিয়ে আজ এক বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহম্মদ শাহ আলম বলেন, মহামারি কোভিড-১৯ মোকাবিলায় সরকারের ব্যর্থতা, পুঁজিবাদী ব্যবস্থায় স্বাস্থ্যব্যবস্থার ভঙ্গুরতা, হাজার হাজার মার্কিনিদের অকাল মৃত্যু প্রমাণ করে দিয়েছে মার্কিন সাম্রাজ্যবাদের দিন শেষ। তারা আজ কাগুজে বাঘ। প্রচলিত বিশ্ব ব্যবস্থার মেয়াদ যে ফুরিয়ে গেছে তারা তা বুঝে গেছে। সেই কারণে সমগ্র বিশ্ববাসীকে বিপদের মুখে ঠেলে দিয়ে লোক দেখানো মিথ্যা আস্ফালন করছে। নেতৃবৃন্দ অবিলম্বে মার্কিন প্রেসিডেন্টের এ ঘোষণা প্রত্যাহারের দাবি জানান এবং গণতান্ত্রিক-প্রগতিশীল মার্কিনীদের ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
Login to comment..