বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্র ইউনিয়নের সাবেক নেত্রী, বীর মুক্তিযোদ্ধা নারীনেত্রী রাখী দাশ পুরকায়স্থ গতকাল সোমবার ৬ এপ্রিল সন্ধ্যায় ভারতের আসাম রাজ্যের গুয়াহাটির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৮ বছর। ছাত্রজীবনে তিনি ইডেন কলেজ ছাত্রী সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ছাত্রী সংসদের সহসভানেত্রী (ভিপি) নির্বাচিত হয়ে ছিলেন।
নারীনেত্রী রাখী দাশ পুরকায়স্থের মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম গভীর শোক জানিয়ে বলেন, গত পঞ্চাশ বছরের অধিককাল ধরে দেশের যেকোনো ক্রান্তিকালে তিনি ছিলেন সামনের কাতারে। পাকিস্তান আমলে দেশের স্বাধিকার আন্দোলন, ছাত্র সমাজের অধিকার প্রতিষ্ঠায় তিনি ছিলেন অগ্রগণ্য সেনানী। দেশের স্বাধীনতা সংগ্রামে, মুক্তিযুদ্ধে তিনি ছিলেন এক বীর যোদ্ধা। মুক্তিযুদ্ধের পর ছাত্র ইউনিয়নের নেতৃত্বে দেশ গড়ার সংগ্রামে তিনি ছিলেন সামনের কাতারে। মানুষের অধিকার আদায়েও তিনি শামিল ছিলেন।
নেতৃবৃন্দ শোক বিবৃতিতে বলেন, বাংলাদেশের নারী মুক্তি আন্দোলনে অবদান রাখার জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। তিনি তার কর্মময় জীবনের প্রায় পুরোটাই নিয়োজিত রেখেছিলেন এদেশের বঞ্চিত নারীদের মুক্তি সংগ্রামে।
নেতৃবৃন্দ নারীনেত্রী রাখী দাশ পুরকায়স্থের মৃত্যুতে তার স্বামী ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, শোকসন্তপ্ত পরিবার ও মহিলা পরিষদের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।