Revolutionary democratic transformation towards socialism

শ্যামলী ও আগারগাঁও পথসভায় ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল আধুনিক ঢাকা মানে অট্টালিকার ঢাকা নয় বসবাসের জন্য নিরাপদ নগরী


আজ ২৫ জানুয়ারি বিকাল ৩টায় শ্যামলী সিনেমা হলের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন কাস্তে মার্কার প্রার্থী ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল, সিপিবি সম্পাদক আহসান হাবীব লাবলু, কেন্দ্রীয় নেতা আশরাফ হোসেন আশু, সিপিবি কেন্দ্রীয় নেতা, নারী নেত্রী অ্যাড. মাকসুদা আক্তার, সিপিবি ঢাকা কমিটির সম্পাদক জাহিদ হোসেন খান, সুকান্ত শফি কমল, যুব ইউনিয়ন সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, ঢাকা কমিটির সদস্য শংকর আচার্য্য, বস্তিবাসী নেত্রী কুলসুম বেগম, সিপিবি মোহাম্মদপুর থানা সভাপতি মোশারফ হোসেন, শ্রমিকনেতা আলমগীর হোসেন আলম, যুব ইউনিয়নের সাবেক প্রেসিডিয়াম সদস্য আজাদ হোসেন, যুব ইউনিয়নের ঢাকা মহানগর সভাপতি

হাবীব ইমন, কেন্দ্রীয় নেতা আহম্মদ তালাত, আসাদুজ্জামান আজিম, বস্তিবাসী নেতা নুরুজ্জামান। পথসভায় ডা. রুবেল বলেন, ঢাকা শহর পৃথিবীর দূষিত নগরীর অন্যতম। কিন্তু ক্ষমতাসীনরা ঢাকাকে অট্টালিকায় ঢেকে ফেলছে কিন্তু বাসযোগ্য করছে না। উন্নয়নের মূল কথাই হলো মানুষের সুখানুভূতি কিন্তু এ শহরের ৭২ ভাগ মানুষ নিজেকে অসুখী মনে করে। জীবনের নিরাপত্তা নাই এ শহরে, মানুষ এখনো রাস্তায় ঘুমায়, লক্ষ লক্ষ মানুষ বেকার, ভেজাল খাদ্যে সয়লাব বাজার আর ঘুষ, দুর্নীতির রাজধানী ঢাকা। এ শহরকে মানুষের শহরে পরিণত করা জরুরি। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আমরা ঢাকাকে সকল দিক থেকে নিরাপদ ঢাকা বানাতে চাই। এ শহরে কেউ না খেয়ে থাকবে না। নাগরিকরা

সুখী হবে এমন উদ্যোগই আমরা নিতে চাই। ঢাকা হবে সকলের ঢাকা বাসযোগ্য ঢাকা। এছাড়া আজ সকাল ১০ ভাসানটেক বস্তিতে গণসংযোগ করেন ডা. সাজেদুল হক রুবেল। এসময় সিপিবি’র কেন্দ্রীয় নেতা এমদাদুল হক মিল্লাত, আসলাম খান, সিপিবি কাফরুল থানা নেতা শহীদুল ইসলাম, আলী কাওসার মামুন প্রমুখ। বিকালে তেজগাঁও, নাবিস্ক, নাখালপাড়া রেলগেটসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা হয়। এসকল পথসভায় বক্তব্য রাখেন সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন, সিপিবি কেন্দ্রীয় নেতা সাদিকুর রহমান শামীম, তেজগাঁও থানা নেতা আহাম্মেদ জুয়েল, বিধান বিশ্বাস প্রমুখ। উত্তরা, বাড্ডা, খিলগাঁও, হাতিরঝিল, মিরপুর, পল্লবীতে গণসংযোগ করা হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..