Revolutionary democratic transformation towards socialism

লুটেরা রাজনীতির বিরুদ্ধে বিকল্প রাজনীতি ও বিকল্প নগর উন্নয়ন পরিকল্পনা নিয়ে সিপিবি’র কাস্তে মার্কা মেয়রপ্রার্থী -মোহাম্মদ শাহ আলম


## দক্ষ, কর্মসংস্থানবান্ধব, সমতাভিত্তিক, নিরাপদ ঢাকার অঙ্গীকার -মোহাম্মদপুর বসিলায় মেয়রপ্রার্থী ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের সিপিবি মনোনীত মেয়রপ্রার্থী ডা. আহম্মদ সাজেদুল হক রুবেল বলেছেন, দক্ষ, কর্মসংস্থানবান্ধব, সমতাভিত্তিক, নিরাপদ ঢাকার অঙ্গীকার ব্যক্ত করেন। আজ ২৭ জানুয়ারি বিকাল ৪টায় মোহাম্মদপুর, বসিলার তিন রাস্তার মোড়, চাঁদ উদ্যান, ঢাকা উদ্যানে পথসভা ও গণসংযোগ করেন। দেশের মোট জনসংখ্যার প্রায় ৪৫ শতাংশ তরুণ। তাদের অনেকের কর্মসংস্থান নাই। বেশির ভাগ সৃজনশীল ও দক্ষ জনশক্তিতে রুপান্তরিত হচ্ছে না। কর্মসংস্থান বান্ধব, দক্ষ ও সমতাভিত্তিক ঢাকা গড়ে তোলার জন্য ব্যাপক মাত্রায় কর্মসংস্থান ও নতুন উদ্যোক্তা তৈরির কর্মসূচি নেয়া হবে। ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সহায়তা দেবার জন্য ডাটাবেইজ তৈরি করা হবে। ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলরদের মাধ্যমে ছোট-বড় সকল ব্যবসায়ীর ট্রেড লাইসেন্স প্রদান করে এ প্রক্রিয়া সহজ করা হবে। ব্যবসার ধরণ ও আয়-ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ কর নির্ধারণ করা হবে এবং সবাই যাতে সময়মতো কর প্রদানে উৎসাহিত হন সে বিষয়ে বিশেষ প্রণোদনা দেয়া হবে। যুব কর্মসংস্থান সৃষ্টির জন্য কর্পোরেশনের উদ্যোগে একটি প্রতিষ্ঠান গড়ে তোলা

হবে। ‘সেলফ হেল্পগ্রুপ’ গঠন করে যুবকরা যে পরিমাণ পুঁজি গঠন করবে তার সমপরিমাণ কর্পোরেশনের প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট সময়ের জন্য দেয়া হবে। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে উদ্যোক্তা সব শেয়ার বাই ব্যাক করে নিজেরা প্রতিষ্ঠানটির মালিক হয়ে যাবে। ডাটা এন্ট্রি শিল্পের ব্যাপক ভিত্তি গড়ে তোলা হবে। প্রতিষ্ঠান গড়ার পাশাপাশি ফ্রি-ল্যান্স কাজ করে শিক্ষিত তরুণ-তরুণী বিশেষ করে, শিক্ষিত গৃহবধূ নিজেদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, এজন্য ব্যাংকিংসহ যে সকল বাধা সামনে আসবে, তা দূর করতে কর্পোরেশন তরুণ উদ্যোক্তাদের পাশে থাকবে। শিক্ষা, কাজ, জ্ঞান চর্চা, নিরাপত্তা এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকাকে ফ্রি ওয়াইফাই জোনের আওতায় আনা হবে। নগরের সকল নিম্নআয়ের মানুষদের জন্য কর্মসংস্থান ও রেশনিং এর ব্যবস্থা করা হবে। কমরেড শাহ আলম বলেন, লুটেরা রাজনীতির বিরুদ্ধে বিকল্প রাজনীতি ও বিকল্প নগর উন্নয়ন পরিকল্পনা নিয়ে ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল কাস্তে মার্কা নিয়ে সিপিবি’র মেয়রপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করছেন। তিনি বলেন, লুটেরারা নসিহত করে ভাল, কিন্তু তাদের খাসিয়ত উল্টা। এরা ফেরেস্তার মতো কথা বলে শয়তানের মতো দাগা দেয়। বাংলাদেশের

১% মানুষের জন্য বাংলাদেশ হয়ে গেছে জান্নাতুল ফেরদৌস। আর ৯৯% মানুষের জন্য বাংলাদেশ পরিণত হয়েছে হাবীয়াদোযখ। জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, এই প্রতারকদের ওয়াদা, বক্তব্যে আর প্রতারিত হবেন না। নিজেদের রিজিক ফিরানোর জন্য সৎ, সাচ্চা প্রার্থী রুবেলকে ভোট দিন। সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সিপিবি’র কাস্তে মার্কার প্রার্থী ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল, সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য লক্ষ্মী চক্রবর্তী, রফিকুল ইসলাম লায়েক, সিপিবি’র সম্পাদক আহসান হাবীব লাবলু, সিপিবি নেতা ওয়াজিউর রহমান রাফেল, সিপিবি কেন্দ্রীয় কমিটির সংগঠক আসলাম খান, সিপিবি’র কেন্দ্রীয় নেতা মণিরা বেগম অনু, সিপিবি কেন্দ্রীয় কমিটির সংগঠক আবিদ হোসেন, সিপিবি’র নেতা নিমাই গাঙ্গুলী, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, ছাত্র ইউনিয়নের সভাপতি মোহেদী হাসান নোবেল, সিপিবি’র ঢাকা কমিটির নেতা শংকর আচার্য্য, মনীষা মজুমদার, সিপিবি মোহাম্মদপুর থানার নেতা মোশাররফ হোসেন প্রমুখ। করাইল বস্তিতে সিপিবি’র মেয়রপ্রার্থীর পক্ষে গণসংযোগ করেন সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন, বস্তিবাসী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল বারেক, সিপিবি তেজগাঁও থানার শামীম আহমেদ প্রমুখ।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..