Revolutionary democratic transformation towards socialism

৯৫ ভাগ ঢাকাবাসীকে অসুন্দর রেখে ঢাকার উন্নায়ন সম্ভবন নয় - মুজাহিদুল ইসলাম সেলিম


## কাফরুল-মিরপুর ১৩ নম্বরে গণসংযোগ ### ঢাকার নগরজীবনের যন্ত্রণা দূর করতে হলে বদলাতে হবে রাজনীতি গড়ে তুলতে হবে বিকল্প নেতৃত্ব কাস্তে মার্কা বিকল্প নেতৃত্ব গড়ে তুলবে - কাস্তে মার্কার প্রার্থী ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল আজ ২৮ জানুয়ারি বিকাল ৪ টায় মিরপুর ১৩ নম্বর সি ব্লক, ওয়াসা গলি ৬ নম্বরে অনুষ্ঠিত পথসভায় সিপিবি সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ‘৯৫ভাগ ঢাকাবাসীকে অসুন্দর রেখে ঢাকার উন্নায়ন সম্ভবন নয়’। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে সিপিবি মনোনীত কাস্তে মার্কার প্রার্থী ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল বলেন, ঢাকার নগরজীবনের যন্ত্রণা

দূর করতে হলে বদলাতে হবে রাজনীতি, গড়ে তুলতে হবে বিকল্প নেতৃত্ব। কাস্তে মার্কা বিকল্প নেতৃত্ব গড়ে তোলার লড়াই করছে। পথসভায় সিপিবি সভাপতি আরও বলেন, ঢাকার ৯৫ ভাগ মানুষকে অসুন্দর রেখে যারা পরিচ্ছন্ন ঢাকা গড়ে তোলার কথা বলে তারা অতীতের মতো জনগণের সাথে প্রতারণার কথা বলছে। ঢাকাকে সুন্দর পরিচ্ছন্ন করতে হলে ঢাকার গরীব মধ্যবিত্ত শ্রমিক মেহনতি মানুষের উন্নয়ন পরিকল্পনা করতে হবে। বড় লোকের ঢাকা নয় সবার জন্য বাসযোগ্য সমতাভিক্তিক ঢাকা গড়ে তুলতে হবে। তিনি কাস্তে মার্কার প্রার্থী ডা. রুবেলকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচিত করার

জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। পথসভা ও গণসংযোগে আরও উপস্থিত ছিলেন সিপিবি প্রেসিডিয়াম সদস্য রফিকুজ্জামান লায়েক, সম্পাদক জলি তালুকদার, কেন্দ্রীয় নেতা লুনা নূর, আসলাম খান, পেশাজীবী আন্দোলনের নেতা অধ্যাপক ডা. আবু সাঈদ, প্রকৌশলী নিমাই গাঙ্গলী, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, সিপিবি ঢাকা কমিটির নেতা ইদ্রিস আলী, সাবেক যুবনেতা হাসান হাফিজুর রহমান সোহেল, মুর্শিকুল ইসলাম শিমুল, হকার ইউনিয়ন সাধারণ সম্পাদক সেকান্দার হায়াত, জয়তী চৌধুরী , সিপিবি নেতা বিকাশ সাহা, রোমান হায়দার, যুব ইউনিয়ন প্রেসিডিয়াম সদস্য ফিরোজ আলম মামুন, ত্রিদিব

সাহা, সহ সাধারন সম্পাদক শরিফুল আনোয়ার স্বজ্জন, কেন্দ্রীয় নেতা গোলাম রাব্বী খান, সিপিবি মিরপুর থানার সভাপতি রিয়াজ উদ্দিন, কাফরুল থানার সভাপতি সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রাসেল ইসলাম সুজন, ১৪ নং ওয়ার্ড সভাপতি আলী কাওসার মামুন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আজিম, ১৬ নং ওয়ার্ড শাখার নেতা জাহাঙ্গীর আলম বাবু, মির্জা রাসেদ সামী তানজিল, হাসনাইন শান্ত, যুব ইউনিয়ন ঢাকা নগর সাংগঠনিক সম্পাদক শাহীন ভূইয়া, ছাত্র ইউনিয়নের ঢাকা নগরের সাধারণ সম্পাদক ফয়জুর মেহেদী প্রমুখ। এছাড়া তেজগাঁও, মোহাম্মদপুর, বাড্ডা, উত্তরা, মগবাজার, হাতিরঝিলে গণসংযোগ অনুষ্ঠিত হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..