Revolutionary democratic transformation towards socialism

ডাকসু ভিপি নুরসহ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও দোষীদের শাস্তি দাবি -বাম গণতান্ত্রিক জোট

বাম গণতান্ত্রিক জোটের এক সভা আজ ২২ ডিসেম্বর ২০১৯, সন্ধ্যা সাড়ে ৫টায় সমন্বয়ক আবদুল্লাহ আল ক্বাফী রতনের সভাপতিত্বে জোটের অস্থায়ী কার্যালয়ে (সিপিবি অফিসে) অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাম জোটের সমন্বয়ক আবদুল্লাহ আল ক্বাফী রতন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাম জোটের নেতৃবৃন্দ কমরেড মোহাম্মদ শাহ আলম, কমরেড সাইফুল হক, কমরেড বজলুর রশীদ ফিরোজ, অধ্যাপক আব্দুস সাত্তার, কমরেড সাজ্জাদ জহির চন্দন, খালেকুজ্জামান লিপন, ফখরুদ্দিন কবির আতিক, হামিদুল হক, মনির উদ্দিন পাপ্পু, শহিদুল ইসলাম সবুজ, লিয়াকত আলী। সভার এক প্রস্তাবে ছাত্রলীগে নেতা ডাকসু এজিএস সাদ্দাম হোসাইনের নেতৃত্বে ছাত্রলীগ সন্ত্রাসীরা ও মুক্তিযোদ্ধা মঞ্চ নামে গু-া বাহিনী যৌথভাবে ডাকসু ভিপি নুরসহ শিক্ষার্থীদের ওপর হামলায় ২৫ জন আহত ও ডাকসু ভবন ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ডাকসু ভবনে ডাকসু ভিপি নুরসহ শিক্ষার্থীদের ওপর যেভাবে ফ্যাসিস্টিক কায়দায় হামলা করা হয়েছে তা নজিরবিহীন। নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারী ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা মঞ্চের সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার দাবি করেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..