Revolutionary democratic transformation towards socialism

কেরানীগঞ্জ প্লাস্টিক কারখানায় অগ্নিদগ্ধ হয়ে ১২ জনের মৃত্যুতে সিপিবি’র ক্ষোভ

গতকাল ১১ ডিসেম্বর কেরানীগঞ্জের চুনকুটিয়ায় প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক কারখানায় অগ্নিদগ্ধ হয়ে ১২ জন শ্রমিকের মৃত্যু ও ৫০-এর অধিক শ্রমিকের গুরুতর আহত হওয়ায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাক মোহাম্মদ শাহ আলম। আজ ১২ ডিসেম্বর এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কারখানা মালিকদের অবহেলায় অগ্নিদগ্ধসহ নানা দুর্ঘটনায় অহরহ শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটছে। এসকল ঘটনায় অপরাধীদের বিচার না হওয়ায় শ্রমিক মৃত্যুর মিছিল থামছে না। নেতৃবৃন্দ প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক কারখানার অগ্নিকা-ের ঘটনার সুষ্ঠ তদন্ত করে অপরাধীদের শাস্তি দাবি করেন। তারা নিহত ও আহত শ্রমিকদের যথাপোযুক্ত ক্ষতিপূরণ দেয়ার জন্য মালিক ও সরকারের প্রতি দাবি জানান। তারা আহতদের সুচিকিৎসা প্রদানেরও দাবি করেন। নেতৃবৃন্দ নিহত ও আহতদের পরিবারের সদস্যদের আন্তরিক সমবেদনা জানান এবং তাদের লড়াইয়ে পাশে থাকার অঙ্গিকার করেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..