Revolutionary democratic transformation towards socialism

ছাত্রলীগের দানবীয় সন্ত্রাস-দুর্নীতি অতীতে দেশের সর্বনাশ ডেকে এনেছিল, এখনো তা সেই আশঙ্কা সৃষ্টি করেছে


## হাসপাতালে ডাকসু’র ভিপি নূরকে দেখতে গিয়ে মুজাহিদুল ইসলাম সেলিম গতকাল ডাকসু কার্যালয়ের অভ্যন্তরে গিয়ে মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের বিভৎস-দানবীয় হামলার ঘটনায় গুরুতর আহত ভিপি নূরুল হক নূর, ফারাবি ও অন্যান্য আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি ও স্বাধীনতাত্তোর ডাকসু’র প্রথম ভিপি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি নূর’র সাথে দেখা করেন ও তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন। তিনি ফারাবি ও অন্যান্যদের সর্বশেষ শারীরিক পরিস্থিতির খোঁজ নেন। তিনি আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। নুরসহ ছাত্রদের ওপর নৃশংস আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে হাসপাতালে অপেক্ষমান সাংবাদিক ও ছাত্রদের উদ্দেশ্যে কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় সভাপতি-সাধারণ সম্পাদকের উপস্থিতিতে মুক্তিযুদ্ধ মঞ্চের নামে ছাত্রলীগের নেতাকর্মীরা

যে আক্রমণ চালিয়েছে তা ক্ষমার অযোগ্য অপরাধ। তিনি অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার দাবি করেন। ডাকসুর সাবেক ভিপি কমরেড সেলিম সরকার ও সংশ্লিষ্ট মহলকে সতর্ক করে দিয়ে বলেন, স্বাধীনতাত্তোরকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত খুনের আসামি ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে আসীন হয়েছিল। তাদের সন্ত্রাস বিশ্ববিদ্যালয়কে কেবল অস্থিতিশীল করেনি জাতীয় পর্যায়ে দুর্যোগ বয়ে এনেছিল। তিনি বলেন, আজও সেই আশঙ্কা দেখা দিয়েছে। সরকার দলের ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতারা দুর্নীতি ও সন্ত্রাসে এমনভাবে জড়িয়ে পড়েছে যা দেশে বড় ধরনের বিপর্যয়ের কারণ হয়ে উঠেছে। তিনি আরও বলেন, এর দায় একদিকে যেমন সরকার ও ক্ষমতাসীনদের তেমনি তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। তিনি এসকল দুর্বৃত্তের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ক্যাম্পাসকে সন্ত্রাসমুক্ত করে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..