Revolutionary democratic transformation towards socialism

পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধসহ যৌক্তিক দাবি মেনে নিন - সিপিবি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ, এরিয়াসহ মজুরি কমিশনের রোয়েদাদ বাস্তবায়ন, মিলকে আধুনিকায়ন, সময়মত পর্যাপ্ত কাঁচাপাট ক্রয় ও সরবরাহ, দুর্নীতি-অপচয় বন্ধ এবং অবসরপ্রাপ্তদের গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের টাকা পরিশোধসহ যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের পাট ও পাটকলের সহিত বাঙালি জাতির ইতিহাস-ঐতিহ্য জড়িত। এই শিল্পের কাঁচামালও দেশে রয়েছে, যা শিল্প চালানোর অন্যতম মূল বিষয়। এই শিল্প এদেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী পাট শিল্পের শ্রমিকদের দুই মাসের অধিক সময় যাবৎ মজুরি না দেওয়ায় শ্রমিক কর্মচারীরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। বিধায় অবিলম্বে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ অতীব জরুরি। একইসাথে বিশ্ব বাজারে প্রতিযোগিতা করে এই শিল্পকে বিকশিত করতে আধুনিকায়ন করাও অতীব জরুরি। এমতাবস্থায় পাটকলের শ্রমিক নেতৃবৃন্দের সাথে অতি দ্রুত অর্থবহ আলোচনার মাধ্যমে যৌক্তিক দাবি মেনে নিয়ে শ্রমিকদের পাওনা পরিশোধ ও শিল্পকে বিপর্যয়ের হাত থেকে রক্ষার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..