আজ ২৮ মার্চ বনানীতে বহুতল ভবন এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে কয়েকজনের মৃত্যুর ঘটনায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গভীর শোক প্রকাশ করেছে।
এক বিবৃতিতে সিপিবির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম বলেছেন, আহতদের সরকারি ব্যবস্থাপনায় সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। এজন্য দ্রুত ও জরুরি উদ্যোগ প্রয়োজন।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, ঢাকায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে চলেছে। এসব ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে অভিহিত করার কোনো সুযোগ নেই। চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ক্ষত শুকাতে না শুকাতেই বনানীর এই অগ্নিকাণ্ড জনমনে গভীর আতঙ্ক সৃষ্টি করেছে। অগ্নিকাণ্ড নিরসনে সরকারের কার্যকর কোনো উদ্যোগ যে নেই, সেটা আবারও প্রমাণিত হলো।
বিবৃতিতে নেতৃবৃন্দ ধারাবাহিক অগ্নিকাণ্ড নিরসনে দ্রুতই কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
Login to comment..