বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম আজ এক বিবৃতিতে সিপিবি কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য কমরেড তৈয়বুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কমরেড তৈয়বুর রহমান এ দেশের শ্রমিক-কৃষক মেহনতি মানুষের মুক্তি সংগ্রামে আজীবন লড়াই-সংগ্রাম করেছেন। তিনি মুক্তিযুদ্ধে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনীর সদস্য হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি এদেশে কৃষক ও শ্রমিক আন্দোলন সংগঠিত করার জন্য নিবেদিত ছিলেন।
উল্লেখ্য যে, কমরেড তৈয়বুর রহমান আজ ১৫ মার্চ তাঁর নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।