আজ ১৮ ডিসেম্বর সকাল থেকেই বাম জোটের মনোনীত সিপিবি’র কাস্তে মার্কার প্রার্থীরা গণসংযোগে অংশ নেন।
ঢাকা ১৫ আসনে কাস্তে মার্কার প্রার্থী ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল-এর গণসংযোগ সকালে শেওড়াপারা কাজীপাড়া মনিপুর বিকালে সেনপাড়া, ১৩ নম্বর এলাকা থেকে শুরু হয়।
এ সময়ে পথসভায় বক্তব্য রাখেন ঢাকা কমিটির সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, সাবেক ছাত্র নেতা ডা. সুলতানা ফেরদৌসি পলি, যুব ইউনিয়ন প্রেসিডিয়াম সদস্য শেখ আব্দুল মান্নান, সিপিবি মিরপুর থানার সভাপতি শহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আলী কাউসার মামুন, ফারুক হোসেন, খন্দকার হিরকুল ইসলাম, কাফরুল উদীচীর সভাপতি সুব্রত ভট্টাচার্য, সা: স মনির হোসেন, যুবনেতা চৌধুরী জোসেন, শ্রমিক নেতা শহিদুল ইসলাম রানা, সাবেক ছাত্রনেতা রাকিবুল ইসলাম প্রমুখ।
ঢাকা-১৪ আসনে রিয়াজ উদ্দিন মধ্য কল্যাণপুর শাহ আলী এলাকায় গণসংযোগ করেন। এ সময় বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য রাখেন প্রবীণ কমিউনিস্ট নেতা সিদ্দিক আহাম্মেদ, সিপিবি নেতা মামুন কবীর, আইনজীবী মনোয়ার হোসেন, সাবেক ছাত্র নেতা সাজ্জাদ নিশি, পার্থ স্বারথী মোদক, যুব নেতা পাভেল আহাম্মেদ, আলী আকবর, উদীচী নেতা মৃদুলা মেঘ প্রমুখ।
ঢাকা-১৩ আসনে খান আহসান হাবীব লাবলু মোহাম্মদপুরে বাবর রোড় নুর জাহান রোড, আদাবর, শ্যামলী কৃষি মার্কেট এলাকায় গণসংযোগ করেন। এসময় পথসভায় বক্তব্য রাখেন সিপিবি নেতা জামাল হায়দার, কৃষক নেতা নিমাই গাঙ্গুলী, সিপিবি নেতা মোশাররফ হোসেন, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ফেরদৌস আহম্মেদ উজ্জল, সিপিবি নেতা আহাম্মেদ তালাত তাজিব, ছাত্র নেতা ঋদ্ধ অনিন্দ্য প্রমুখ।
ঢাকা-৬ আসনে আবু তাহের হোসেন বকুল লোহারপুল ৪৩নং ওয়ার্ড এলাকায় সকাল ১০:৩০ ৪২নং ওয়ার্ড এলাকায় গণসংযোগ করেন এ সময় পথসভায় বক্তব্য রাখেন সিপিবি নেতা বিকাশ সাহা, রতন দাশ, সাইফুল ইসলাম সমীর, যুব নেতা গোলাম রাব্বী, আনোয়ার হেসেন প্রমুখ।
ঢাকা-১ আসনে আবিদ হোসেন দোহার নবাবগঞ্জ এলাকায় গণসংযোগ করেন। এ সময় পথসভায় বক্তব্য রাখেন মোবারক হোসেন ঝন্টু, ছাত্র নেতা অনিক রায় প্রমুখ।
ঢাকা-২ আসনে সুকান্ত সফী চৌধুরী ৫৫নং ওয়ার্ড এলাকায় গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা কমিটির সদস্য আক্তার হোসেন, সিপিবি নেতা মাহমুদুর রহমান বিরল প্রমুখ।
পথসভাগুলোতে বক্তারা বলেন, লুটপাট ও ভাগাভাগির গণতন্ত্র নয়, জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠার ভোটের লড়াইয়ে বামপন্থিরা। নেতৃবৃন্দ জনগণকে দুই জোটের লুটপাটের বিরুদ্ধে কাস্তে মার্কায় রায় দেওয়ার আহ্বান জানান।
Login to comment..