# সিপিবি কেন্দ্রীয় কমিটির নিন্দা
কুমিল্লা-৫ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত বাম গণতান্ত্রিক জোটের কাস্তে মার্কার প্রার্থী, সিপিবির প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ আল ক্বাফী (রতন)-এর ওপর হামলা হয়েছে। আজ ১৮ ডিসেম্বর কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রচার কাজ চালানোর সময় আওয়ামী সন্ত্রাসীদের আক্রমণের শিকার হন তিনি। আজ বিকেলে ব্রাহ্মণপাড়া বাস-টেম্পু স্ট্যান্ড এলাকায় স্ট্যান্ড নিয়ন্ত্রণকারী যুবলীগ নামধারী সন্ত্রাসীরা তাকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামানোর চেষ্টা করে ও কর্মী বাহিনীর ওপর হামলা করে। হামলায় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এসএম শুভ, ছাত্রনেতা মং শৈ শৈ, মোখলেছুর রহমান, তাহমিদ শুভ্র, মিজান, জহরুল আহত হন।
সিপিবি কেন্দ্রীয় কমিটির নিন্দা
সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী (রতন)-এর ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং সাধারণ সম্পাদক মো. শাহ আলম। আজ এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সন্ত্রাসীদের এ হামলা পূর্ব পরিকল্পিত। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, হামলা করে নির্বাচন থেকে কমিউনিস্ট পার্টির প্রার্থীকে পিছু হটানো যাবে না। বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একই সাথে আবদুল্লাহ আল ক্বাফী (রতন)-এর নিরাপত্তা প্রদান ও নির্বাচনী প্রচার যাতে নির্বিঘ্ন ভাবে করতে পারে সেজন্য প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি নেতৃবৃন্দ আহ্বান জানিয়েছেন।
Login to comment..