Revolutionary democratic transformation towards socialism

সংসদে সংরক্ষিত নারী আসনের বর্তমান প্রক্রিয়া ২৫ বছর বহাল রাখার সিদ্ধান্তের প্রতিবাদে সমাবেশ


জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের বর্তমান প্রক্রিয়া ২৫ বছর বহাল রাখার সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারী সেলের উদ্যেগে আজ ২০ জুলাই জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সিপিবি প্রেসিডিয়াম সদস্য ও নারী সেল এর আহ্বায়ক কমরেড লক্ষ্মী চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারী সেল এর নেত্রী অ্যাড. মাকছুদা আখতার লাইলী, লুনা নূর, বস্তিবাসী ইউনিয়নের নেত্রী কুলসুম বেগম, সিপিবি ঢাকা কমিটির নারী শাখার সহ-সম্পাদক রোকেয়া বেগম প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, বুর্জোয়া রাজনীতির আদর্শিক দেউলিয়াত্বের চূড়ান্ত দৃষ্টান্ত সংসদে ৫০ জনের অধিক নারী সদস্য থাকা সত্ত্বেও কেউ এই সিদ্ধান্তের বিরোধিতা বা প্রতিবাদ করেনি। মূলত: নারী অধিকার বা নারী মুক্তি নয়, ক্ষমতাসীন হওয়াই তাদের মূল কথা। সমাবেশে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে জাতীয় সংসদের এক-তৃতীয়াংশ সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন এর দাবি জানায় নেতৃবৃন্দ।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..