ঐক্য ন্যাপ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, ছাত্র ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা সুকুমার দেবরায়ের অকাল মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম গভীর শোক প্রকাশ করেন।
নেতৃবৃন্দ ছাত্রবস্থা থেকে মৃত্যু পর্যন্ত সুকুমার দেবরায়ের রাজনৈতিক সংগ্রাম উল্লেখ করে বলেন, দেশবাসী তাঁর অবদান কৃতজ্ঞ চিত্তে স্মরণ রাখবে। নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দ ও তাঁর দলীয় সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
Login to comment..