Revolutionary democratic transformation towards socialism

গার্মেন্ট শিল্পের মজুরি বোর্ডে উত্থাপিত প্রস্তাব গ্রহণযোগ্য নয় অবিলম্বে নিম্নতম মজুরি ১৬ হাজার টাকা ঘোষণা করুন -সিপিবি

আজ ১৭ জুলাই ২০১৮ এক বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম গতকাল মজুরি বোর্ডে উত্থাপিত মালিক ও শ্রমিক প্রতিনিধিদের দেয়া প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন। নেতৃবৃন্দ বলেন মালিকপক্ষ মূল মজুরি ৩ হাজার ৬ শত টাকা এবং মোট মজুরি ৬ হাজার ৩৬০ টাকা নির্ধারণ করার যে প্রস্তাব দিয়েছে তাতে মজুরি বৃদ্ধি না হয়ে বরং মজুরি কমে যাবে। কারণ তারা বাৎসরিক মূল্যস্ফীতি হিসাবে নেয়নি। বিগত মজুরি কাঠামো ঘোষণার সময় প্রতিবছর ৫ শতাংশ হারে মজুরি বৃদ্ধির যে সিদ্ধান্ত হয়েছিল তা কার্যকর হলে বর্তমানে মোট মজুরি হওয়ার কথা ৬ হাজার ৪ শত টাকা। মালিকপক্ষের বর্তমান প্রস্তাব তার চেয়েও কম। নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, গত ৫ বছরে জীবনযাত্রার ব্যয় কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। যার ফলে বর্তমানে প্রাপ্ত মজুরিতে শ্রমিকদের বেঁচে থাকার মতো ন্যূনতম ব্যবস্থা নেই। দেশের প্রধান শিল্পখাত গার্মেন্ট শিল্পের মালিকরা আবারও প্রমাণ করলো যে, তারা শ্রমিকদের বিষয়ে অসহনভ‚তিশীল। নেতৃবৃন্দ বিবৃতিতে আরও বলেন, এমনকি শ্রমিক প্রতিনিধি নিম্নতম মোট মজুরি ১২ হাজার ২০০ টাকার প্রস্তাব দিয়েছেন যা দেশের গার্মেন্ট শ্রমিক ও বিবেকবান মানুষকে ক্ষুব্ধ করেছে। ক্ষমতাসীন দলের শ্রমিকনেতার এ ধরনের প্রস্তাব প্রমাণ করে সরকার মালিকদের স্বার্থকেই রক্ষা করছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র নেতৃবৃন্দ শ্রমিকদের ন্যায্য দাবি অবিলম্বে নিম্নতম মজুরি ১৬ হাজার টাকা ঘোষণার জোর দাবি জানান। একইসাথে মালিকদের স্বার্থরক্ষাকারী সরকারের প্রতি আস্থা না রেখে মজুরি বৃদ্ধিসহ অপরাপর দাবিতে শ্রমিক-কর্মচারীদের ঐক্যবদ্ধ সংগ্রাম অগ্রসর করার আহ্বান জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..