Revolutionary democratic transformation towards socialism

সিপিবি, উদীচী ও ছাত্র ইউনিয়নের উদ্যোগে মৌলভীবাজারে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের যৌথ উদ্যোগে আজ ২১ জুন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতন উষার ইউনিয়নের ৯টি গ্রামে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। যেসব গ্রামে ত্রাণ বিতরণ করা হয়েছে সেগুলো হলো গোপীনগর, গোবিন্দপুর, কান্দিগাঁও, নোয়াগাঁও, পালিতকোনা, কোনাগাঁও, দুর্গাপুর, রসুলপুর, নবগ্রাম। সিপিবির

প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু জাফর আহমেদের নেতৃত্বাধীন এই প্রতিনিধি দলে আরও ছিলেন সিপিবির মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি ও উদীচীর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন, সিপিবির মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু, সিপিবির জাতীয় পরিষদ সদস্য আহমদ সিরাজ, যুব ইউনিয়ন নেতা জাহাঙ্গীর জয়েস, ছাত্র ইউনিয়ন নেতা সুবিনয় রায় শুভ, সৈয়দ প্রতীক

প্রমুখ। বন্যা দুর্গত কয়েকশ পরিবারের মধ্যে চাল, আলু, পানীয় জলসহ নানা সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে নেতৃবৃন্দ দুর্গত মানুষের দুর্দশার কথা শোনেন। নেতৃবৃন্দ বন্যার্তদের মধ্যে পর্যাপ্ত ত্রাণ বিতরণ, চিকিৎসার ব্যবস্থা ও পুনর্বাসনের জন্য সরকারের প্রতি দাবি জানান। সিপিবি, উদীচী ও ছাত্র ইউনিয়নের যৌথ উদ্যোগে ত্রাণ সংগ্রহ ও বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..