গণপরিবহনে অব্যাহত অপহরণ, খুন, গুম, নারী নিপীড়ন, ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ সকাল ১১টায় কমলাপুর রেলস্টেশনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারী সেলের উদ্যোগে প্রচারণা অভিযান অনুষ্ঠিত হয়।
উক্ত প্রচারণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারী সেলের আহ্বায়ক কমরেড লক্ষী চক্রবর্তী, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. মাকসুদা আক্তার লাইলী, কেন্দ্রীয় কমিটির সদস্য লুনা নূর, সিপিবি নারী সেলের সদস্য কুলছুম বেগম, ক্ষেতমজুর সমিতির নেতা আরিফুল ইসলাম নাদিম, ছাত্র ইউনয়ন নেতা তুষার ব্যাপারী, ড্রাইভার্স ইউনিয়ন নেতা হোসেন আলী ও রিনি চৌধুরী প্রমুখ।
প্রচার অভিযানে নেতৃবৃন্দ বলেন, এই প্রচার অভিযান কর্মসূচি সারাদেশব্যাপী রেলস্টেশন, বাসস্ট্যান্ড, লঞ্চর্টামিনাল, শিল্পকল-কারখানা, অফিস- আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠানে অব্যাহত থাকবে। স্কুল, কলেজ, শিল্পকল-কারখানা, অফিস-আদালত, গণপরিবহনসহ সর্বত্র নারীদেরই আত্মরক্ষায় আন্দোলন গড়ে তুলতে হবে। তার পাশাপাশি রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীকে নারীদের পাশে এগিয়ে আসতে হবে।
নেতৃবৃন্দ আরো বলেন, সিপিবি নারী সেলের এই প্রচার অভিযান দেশব্যাপী অব্যাহত নারী নিপীড়ন, ধর্ষণ, গুম-খুণের বিষয়ে জনগনের সচেতনতা বৃদ্ধি করবে। নারী সেলের পাশাপাশি সাধারণ জনগণকে এই আন্দোলনে সম্পক্ত হওয়ার জন্য এই নারী নেতৃবৃন্দ দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।
নারী নির্যাতন প্রতিরোধে আমাদের ১০ দফা: গণপরিবহনে অব্যাহত নারী নির্যাতন অবিলম্বে বন্ধ কর, সারাদেশে অব্যাহত ধর্ষণ, হত্যা ও নারী নির্যাতন বন্ধে দ্রুত বিচার আদালতে শাস্তি নিশ্চিত কর, সমকাজে সমমজুরি এবং নারী শ্রমিকের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত কর, সম্পদ ও সম্পত্তিতে নারীর সম অধিকার নিশ্চিত করতে আইন প্রণয়ন কর, নারীমুক্তির শত্রু সা¤্রাজ্যবাদ, কর্পোরেট পুঁজিবাদ, ধর্মীয় মৌলবাদকে রুখতে হবে। ধর্ম নিয়ে রাজনীতি আইন করে নিষিদ্ধ কর, সমাজের সর্বস্তরে, গণমাধ্যম-পাঠ্যপুস্তকে নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে, যৌতুক বিরোধী আইন ও নারী নির্যাতন বিরোধী অধ্যাদেশ বাস্তবায়ন কর, পারিবারিক আদালতকে নারীবান্ধব করতে সরকারকে উদ্যোগ নিতে হবে, অপসংস্কৃতি-অশ্লীলতা, মাদক-জুয়া, নারী ও শিশু পাচার বন্ধ করা ও নারীর গৃহশ্রমের অর্থনৈতিক মূল্যকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে।
Login to comment..