Revolutionary democratic transformation towards socialism

বরিশালে রিক্সা শ্রমিকদের ভূখা মিছিলে হামলার নিন্দা ও গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তি দাবি করেছে সিপিবি-বাসদ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ-এর সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জমান এক বিবৃতিতে বরিশালে রিক্সা শ্রমিকদের শান্তিপূর্ণ ভূখা মিছিল সমাবেশ শেষে অফিসে ফেরার সময় বিনা উসকানিত হামলা-লাঠিচার্জ ও বাসদ নেতা প্রকৌশলী ইমরান হাবিব রুমন ও ডা. মণিষা চক্রবর্তীসহ ৬ জনকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছেন। নেতৃবৃন্দ অবিলম্বে গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তি দাবি করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পরিবার-পরিজন নিয়ে অনাহারে-অর্ধাহারে রিক্সা শ্রমিকদের দিন কাটাতে থাকে। বেশ কিছুদিন ধরে বরিশালে ব্যাটারি চালিত রিক্সা শ্রমিকদের ওপর নানা হয়রানি ও নির্যাতন চলছে। কখনও কখনও রিক্সা ধরে ব্যাটারি ও মটর খুলে নেওয়া হচ্ছে। কখনও-বা রিক্সা আটকিয়ে ৪০০/৫০০ টাকা নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। এমন নির্যাতনের প্রতিবাদে বরিশালে বেশ কিছুদিন ধরে ব্যাটারি চালিত রিক্সা শ্রমিকদের আন্দোলন চলছে। আন্দোলনের ধারাবাহিকতায় গতকাল ১৯ এপ্রিল নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে বরিশাল শহরে ব্যাটারি চালিত রিক্সা শ্রমিক ও তাদের পরিবার-পরিজনসহ সন্তানদের ভূখা মিছিল কর্মসূচিতে পুলিশ বিনা উসকানিতে হামলা করে। পুলিশের হামলায় শতাধিক নেতা-কর্মী আহত হন। হামলার সময় পুলিশ ৬ নেতাকে গ্রেফতার করে। বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, সরকার জনগণের আন্দোলন ঠেকাতে হামলা-মামলা-নির্যাতনের পথ বেছে নিয়েছে। কোনো ধরনের বিক্ষোভই সরকার এখন সহ্য করতে পারছে না। জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলনের মধ্য দিয়েই সরকারের দমন-পীড়নের যোগ্য জবাব দিতে হবে। বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তি ও হামলাকারী পুলিশের শাস্তি দাবি করেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..