Revolutionary democratic transformation towards socialism

ইউপিডিএফ নেতা মিঠুন চাকমার নৃশংস হত্যাকাণ্ডে সিপিবি’র নিন্দা, প্রতিবাদ ও বিচার দাবি

পার্বত্য চট্টগ্রামের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর কেন্দ্রীয় নেতা, পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি মিঠুন চাকমার নৃশংস হত্যকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ ০৪ জানুয়ারি ২০১৮ এক বিবৃতিতে সিপিবি’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম এবং সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম মিঠুন চাকমার হত্যাকাণ্ড বর্বরোচিত ঘটনা বলে উল্লেখ করেন। নেতৃবৃন্দ অবিলম্বে খুনিদের গ্রেফতার করে দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..