
বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহারের দাবি ও চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামবৃদ্ধির প্রতিবাদে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার আগামী ৩০ নভেম্বর, বৃহস্পতিবার অর্ধদিবস হরতাল (সকাল ৬টা থেকে দুপুর ২টা) সফল করার জন্য সারাদেশে গৃহিত কর্মসূচি বর্ণনা দিয়ে সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ উপরোক্ত মন্তব্য করেন। আজ সকাল ১১টায় পুরানা পল্টনস্থ, মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক সাইফুল হক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদ মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী’র) কেন্দ্রীয় নেতা মানস নন্দী, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক ফিরোজ আহমেদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক।
লিখিত বক্তব্যে বলা হয়, আমরা আগামীকাল বৃহস্পতিবার দেশব্যপাী হরতালের ডাক দিয়েছি। ঢাকা, চট্টগ্রাম, জয়পুরহাট খুলনাসহ দেশের বিভিন্ন অংশে পুলিশী বাধা সত্ত্বেও অব্যাহতভাবে আমাদের নেতা-কর্মীরা হরতালের শান্তিপূর্ণ প্রচার অব্যাহত রেখেছেন। সভা, সমাবেশ, গণসংযোগ, পদযাত্রা, প্রচার মিছিল প্রভৃতির মাধ্যমে

আমরা দেশবাসীর কাছে হরতাল পালনের আহ্বান পৌঁছে দিচ্ছি। প্রচারকালে আমরা মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন পেয়েছি। ইতিমধ্যে কয়েকটি রাজনৈতিক দল, ৩০ জন বুদ্ধিজীবী, ২০ জন আইনজীবী, ছাত্র-যুব-শ্রমিক-নারীসহ বিভিন্ন প্রতিনিধিত্বশীল সংগঠন ও জনগণের বিভিন্ন অংশ এই হরতালের প্রতি তাদের সমর্থন ও একাত্মতা প্রকাশ করেছেন। তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি হরতালের প্রতি সমর্থন জানিয়েছেন।
আমরা দেশবাসীকে সরকারের যেকোনো উস্কানি পরিহার করে শান্তিপূর্ণভাবে আগামীকাল ঢাকাসহ সারাদেশে ৬-২টা পর্যন্ত সর্বাত্মক হরতাল পালনের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। একই সাথে আমরা অনতিবিলম্বে বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে জানানো হয় এ হরতালে ওষুধের দোকান, জরুরি চিকিৎসা, খাবারের দোকান হরতালের আওতামুক্ত থাকবে।
হরতাল সফলে প্রচারাভিযান
আজ বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে হরতাল সফল করার জন্য প্রচার মিছিল বের হয়। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন ও ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম। নেতৃবৃন্দ আগামীকাল সকাল ৬টা থেকে ঢাকাসহ সারাদেশের রাজপথে অবস্থান গ্রহণ করার জন্য দলীয় নেতাকর্মীসহ জনগণের প্রতি আহ্বান জানান।