বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম আজ এক বিবৃতিতে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার ও গণজাগরণ মঞ্চের সংগঠক উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় নেতা সনাতন মালো উল্লাসের বিরুদ্ধে সরকারী দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ কর্তৃক প্রধানমন্ত্রীর তথাকথিত মানহানির মিথ্যা মামলা দায়ের করায় তীব্র নিন্দা জানান।
নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকারী দলের ছাত্র-যুব ও স্বেচ্ছাসেবক সংগঠনের নেতৃবৃন্দ মোটর সাইকেল, মাইক্রোবাস করে সনাতনের ঢাকার বাসা ও ফরিদপুরের বাড়িতে মহড়া দিচ্ছে। ফরিদপুরে সনাতনের অসুস্থ বয়োবৃদ্ধ পিতাকে নানা কায়দায় হুমকি প্রদান করছে।
নেতৃবৃন্দ বলেন, যে শ্লোগানের কথা বলে ইমরান, সনাতন ও গণজাগরণ মঞ্চের নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা করা হয়েছে তা কোনোভাবেই প্রধানমন্ত্রীর সম্মানহানি করে না। এ ধরনের অভিযোগ উত্থাপন করা হয়েছে চাপ প্রয়োগ করে সরকারী দলের অপকর্মের বিরুদ্ধে জনগণের মুখ বন্ধ করে দেয়ার জন্য। নেতৃবৃন্দ অবিলম্বে ইমরান, সনাতন ও গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
Login to comment..