বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম আজ এক বিবৃতিতে রাঙ্গামাটির লংগদু উপজেলায় আদিবাসীদের বসতবাড়িতে অগ্নিসংযোগকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, যুবলীগের স্থানীয় এক নেতার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মিছিল থেকে লংগদু সদর ইউনিয়নের চারটি গ্রামের দুইশত বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানাই।
আইন-শৃংখলা রক্ষা বাহিনী, সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসনের সামনে এ ধরনের ঘটনা ঘটায় নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে বলেন, পাহাড়ের আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্তদের পুড়িয়ে দেয়া বাড়ি পুনর্নির্মাণ করে দিতে সরকারের প্রতি আহ্বান জানান।
Login to comment..