Revolutionary democratic transformation towards socialism

গ্যাসের দাম বৃদ্ধি ও প্রস্তাবিত বাজেট প্রত্যাহার এবং চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবিতে ৫ জুন সিপিবি-বাসদ-এর দেশব্যাপী বিক্ষোভ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ-এর সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান এক যৌথ বিবৃতিতে আগামী ৫ জুন সোমবার সারাদেশে গ্যাসের দাম বৃদ্ধি ও প্রস্তাবিত গণবিরোধী গরিব মারার বাজেট প্রত্যাহার এবং চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবিতে বিক্ষোভ-সমাবেশের ঘোষণা দিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পহেলা জুন থেকে গ্যাসের দাম আরেক দফা বৃদ্ধি পেয়েছে। এ বৃদ্ধির ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানুষের জীবনধারণ ব্যয় বাড়বে। চার লক্ষ কোটি টাকার বাজেট প্রণয়ন করতে গিয়ে রাজস্ব বাড়ানোর জন্য ঢালাও ১৫ শতাংশ ভ্যাট বাস্তবায়ন করে প্রত্যক্ষ করের তুলনায় দ্বিগুণ পরোক্ষ কর সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রাজস্ব আয় বৃদ্ধির এ প্রস্তাব সকল পণ্য ও সেবার দাম বৃদ্ধি ঘটিয়ে মূল্যস্ফীতিকে অসহনীয় পর্যায়ে নিয়ে যাবে। আর এ দুঃসহ ভারের সবটাই বহন করতে হবে গরিব মধ্যবিত্তসহ সাধারণ মানুষকে। এ সরকার ধনিক শ্রেণির সরকার। এ সরকার গরিবের পকেট কেটে ধনীদের পকেট ভর্তি করার সরকার। নেতৃবৃন্দ আরো বলেন, মোটা চালের দাম এ সময়ে বাংলাদেশে পৃথিবীর যে কোনো দেশের চেয়ে বেশি। রোজাকে সামনে রেখে মজুতদাররা ডাল, তেল, চিনি, লবণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম স্বাভাবিকের তুলনায় অনেক বাড়িয়ে দিয়েছে। দাম বৃদ্ধি প্রতিরোধে সরকার ব্যর্থ। নেতৃবৃন্দ গ্যাসের দাম বৃদ্ধি ও প্রস্তাবিত গণবিরোধী গরিব মারার বাজেট প্রত্যাহার এবং চালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবিতে আগামী ৫ জুন সারাদেশে জেলা-উপজেলায় বিক্ষোভ সমাবেশ করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান। কেন্দ্রীয় কর্মসূচি আগামী ৫ জুন, সোমবার, বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..