Revolutionary democratic transformation towards socialism

মহান মে দিবস উপলক্ষে সিপিবি’র শুভেচ্ছা মে দিবসের বিপ্লবী প্রেরণায় উজ্জীবিত হয়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াইকে অগ্রসর করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে মহান মে দিবস উপলক্ষে শ্রমিকশ্রেণিসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ আগামীকাল ১ মে সারাদেশে লাল ঝান্ডা হাতে রাস্তায় নেমে আসার জন্য শ্রমিকশ্রেণির প্রতি আহ্বান জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মহান মে দিবসে নতুন করে শপথ নিয়ে শ্রমিকশ্রেণিকে সকল প্রকার শোষণ-নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ তীব্র সংগ্রাম গড়ে তুলতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই শ্রমিকশ্রেণির অধিকার আদায় করে নিতে হবে। শ্রমিকশ্রেণির লাল ঝান্ডা ঊর্ধ্বে তুলে ধরতে হবে। মে দিবসের বিপ্লবী প্রেরণায় উজ্জীবিত হয়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াইকে অগ্রসর করতে হবে। বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে বন্ধ কল-কারখানা চালু, গার্মেন্টস্সহ সকল ক্ষেত্রের শ্রমিকদের শ্রমসময় ৮ ঘণ্টা, জাতীয় ন্যূনতম মূল মজুরি ন্যূনতম ১০ হাজার টাকা এবং সকল সেক্টরে ন্যূনতম মজুরি নির্ধারণ, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত, আইএলও কনভেনশন অনুযায়ী শ্রমআইন সংশোধন করে যুগোপযোগী করা, পর্যায়ক্রমে শ্রমিকদের জন্য রেশন ও বাসস্থানের ব্যবস্থা করা, রানা প্লাজাসহ মালিকশ্রেণির অবহেলাজনিত বিভিন্ন ঘটনায় নিহত-আহত শ্রমিকদের ন্যায্য ক্ষতিপূরণ প্রদান, শ্রমিক হত্যাকাণ্ডের জন্য দায়ী রানা প্লাজা-তাজরিন ফ্যাশনস্সহ সকল মালিকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, ছাঁটাই-হামলা-মামলা-নির্যাতন বন্ধ করার দাবি জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..