Revolutionary democratic transformation towards socialism

‘দেশ বাঁচাও’ আওয়াজে ৩০ জানুয়ারি সিপিবি-বাসদের সারাদেশে কর্মসূচি ঘোষণা

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান প্রচার মাধ্যমে প্রকাশার্থে নিম্নলিখিত যৌথ বিবৃতিটি প্রদান করেছেন। “ক্ষমতার দ্বন্দ্বের নষ্ট-ভ্রষ্ট, দুষ্টচক্রের চলতি রাজনীতির বলি হচ্ছে দেশ ও জনগণ। শিশু, নারী নির্বিশেষে সাধারণ নাগরিকেরা পেট্রোল বোমায় পুড়ে মরছে, যানবাহন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, রেললাইন উপড়ে ফেলা হচ্ছে, চলছে অন্তর্ঘাত ও নাশকতা। জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। বিএনপি-জামায়াত তাদের ‘আন্দোলনকে’ নিয়ন্ত্রণহীন সহিংসতার পথে পরিচালনা করছে। জামায়াত-শিবির সহিংস হামলাবাজির বর্ষাফলক রূপে নেমে পড়েছে। এদিকে, সমস্যার উৎস রাজনৈতিক হলেও, রাজনৈতিক পন্থায় তা নিরসনের বদলে সরকার মৌলিক গণতান্ত্রিক অধিকার খর্ব করে কঠোর ‘পুলিশী এ্যাকশান’ পরিচালনার পথ নিয়েছে। দুপক্ষের ‘হার্ড লাইনের’ সংঘাতে দেশে এক আতঙ্কজনক ও বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অবিলম্বে এই অবস্থার অবসান না হলে জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়বে এবং সেই সাথে গণতান্ত্রিক-সাংবিধানিক ধারাবাহিকতা ক্ষুন্ন হওয়ার বিপদ সৃষ্টি হবে। এই গণদূর্গতি ও বিপদের অবসান ঘটানোর ক্ষেত্রে বিলম্ব করা যেতে পারে না।” বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, “এমতাবস্থায় আমরা নিম্নোক্ত দাবিসমূহের ভিত্তিতে আগামী ৩০ জানুয়ারি শুক্রবার সারা ‘দেশ বাঁচাও’ আওয়াজ নিয়ে দেশের সর্বত্র সভা, সমাবেশ, মিছিল সংগঠিত করার কর্মসূচি ঘোষণা করছি। এই কর্মসূচিতে যোগদানের জন্য আমরা আপামর দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।” “এই মুহূর্তের জরুরি দাবিগুলো হলো- ১। সভা, সমাবেশ, মিছিলের অধিকারসহ মৌলিক গণতান্ত্রিক অধিকারসমূহ হরণ করা চলবে না। ২। বোমা ও পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা, সহিংসতা, হানাহানি, নাশকতা বন্ধ কর। ৩। জান-মালের নিরাপত্তা নিশ্চিত কর। ৪। রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে সমাধান কর। ৫। জামায়াত-শিবির নিষিদ্ধ কর। ৩০ জানুয়ারি ‘দেশ বাঁচাও’ আওয়াজে সারাদেশে অনুরূপ কর্মসূচি গ্রহণের জন্য আমরা অপরাপর সব বাম, প্রগতিশীল, গণতান্ত্রিক, দেশপ্রেমিক দল ও শক্তিকে আহ্বান জানাচ্ছি।” বার্তা প্রেরক কেন্দ্রীয় দপ্তর বিভাগ

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..