Revolutionary democratic transformation towards socialism

সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বামমোর্চার প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ গ্যাসের বর্ধিত দাম প্রত্যাহার না করলে ও বিদ্যুতের দাম বাড়ালে সারাদেশে হরতালসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি


দ্বিদলীয় ধারার বাইরে বাম-গণতান্ত্রিক ঐক্য গড়ে তোলার আহ্বান গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), ও গণতান্ত্রিক বামমোর্চার জ্বালানী মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে আজ ১৬ মার্চ বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বামপন্থী জোটদুটির আহ্বানে এক যৌথ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, গনতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক ফিরোজ আহমেদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর কেন্দ্রীয় নেতা কমরেড বজলুর রশীদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নু, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় নেতা কমরেড মানস নন্দী ও গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড শহীদুল ইসলাম সবুজ। সমাবেশ পরিচালনা করেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য কমরেড সাজ্জাদ জহির চন্দন। সমাবেশে সিপিবির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তের প্রেক্ষিতে বামপন্থীরা সরকারকে উন্মুক্ত বিতর্কের চ্যালেঞ্জ দিয়েছিলো। সরকার সেই চ্যালেঞ্জ মোকাবিলা না করে একতরফাভাবে গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে। তিনি আরো বলেন, গ্যাসের দাম

বাড়ানো তো দূরের কথা, গ্যাসের দাম অর্ধেক কমালেও সংশ্লিষ্ট গ্যাস কোম্পানীর কোনো ক্ষতি হবে না। গ্যাসের দাম কমানোর জন্য বামপন্থীদের পক্ষ থেকে গণশুনানি করার ঘোষণা দেন তিনি। কমরেড সেলিম বলেন, গ্যাসের দাম না কমালে এবং বিদ্যুতের দাম বাড়ানো হলে সারা দেশে হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে। সরকারের যেকোনো গণবিরোধী সিদ্ধান্তকে মোকাবিলা করতে বামপন্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সিপিবি সভাপতি। বাসদের কেন্দ্রীয় নেতা কমরেড বজলুর রশীদ ফিরোজ বলেন, লুটপাটের জন্য সরকার অযৌক্তিকভাবে গ্যাসের দাম বৃদ্ধি করেছে। এলপিজি এবং এলএনজি কোম্পানির মালিকদের স্বার্থে গ্যাসের এই দাম বৃদ্ধি। সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী গ্যাস উন্নয়ন তহবিলকে লুটপাটের তহবিল আখ্যা দিয়ে বলেন, ক্ষমতাসীন দলের লুটেরাদের সুবিধা করে দিতেই শেখ হাসিনা সরকার দফায় দফা গ্যাসের দাম বৃদ্ধি করছে। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন এই সরকারের কাছে জনগণের মতামত গুরুত্বহীন। কঠোর আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে সমুচিত জবাব দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক বলেন, রাজপথের লড়াইয়ের মধ্য দিয়ে বামপন্থীদের যে ঐক্য গড়ে উঠেছে সে ঐক্য আরো অগ্রসর হবে এবং শাসকশ্রেণির বিরুদ্ধে কার্যকর গণআন্দোলন গড়ে তুলবে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..