বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে শততম টেস্ট ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দসহ আপামর দেশবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শততম টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের এই বিজয় ঐতিহাসিক। বিদেশের মাটিতে এই বিজয় বাংলাদেশের গৌরবগাথায় এক অনন্য সংযোজন। স্বপ্নের এই বিজয়ে বাংলাদেশের প্রত্যেক নাগরিক আবেগাপ্লুত।
বিবৃতিতে সিপিবির নেতৃবৃন্দ বাংলাদেশ ক্রিকেট দলের আরো বড়ো বিজয় ও সাফল্য প্রত্যাশা করেন।
Login to comment..