Revolutionary democratic transformation towards socialism

সিপিবি-বাসদ-এর প্রতিরোধ পক্ষের কর্মসূচিতে কমরেড সেলিম গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে


অযৌক্তিকভাবে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ আহূত ১-১৪ মার্চ দেশব্যাপী প্রতিরোধ পক্ষের কর্মসূচিতে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। কথায় কথায় দাম বৃদ্ধি জনগণ মেনে নেবে না। ২৮ ফেব্রুয়ারির সফল হরতাল সরকারকে সেই বার্তাই দিয়েছে। দাম বৃদ্ধির প্রক্রিয়া থেকে সরে আসতে সরকারকে বাধ্য করা হবে। গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। গণপ্রতিরোধ পক্ষ উপলক্ষে আজ ২ মার্চ গ্রিনরোড-পান্থপথ ক্রসিং-এ সিপিবি-বাসদ, ধানমণ্ডি থানার উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে কমরেড সেলিম এসব কথা বলেন। সিপিবি, ধানমণ্ডি থানার সভাপতি শঙ্কর আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন বাসদ-এর কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন, সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল, সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য লুনা নূর, বাসদ নেতা খালেকুজ্জামান লিপন, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ, ছাত্র ইউনিয়নের

নেতা এইচ আই হামজা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতা মওদুদ তন্ময়। সমাবেশ পরিচালনা করেন সিপিবি’র নেতা আতিকুল হক খান। কমরেড সেলিম আরো বলেন, গ্যাসের দাম বৃদ্ধির ক্ষেত্রে আইন অমান্য করা হয়েছে। সেটা হাইকোর্টের রায়ে পরিষ্কার হয়ে গেছে। গ্যাসের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনে ব্যাপক ক্ষতিকর প্রভাব পড়বে। গ্যাসের পর বিদ্যুতের দাম বাড়ানোর হুমকি দেয়া হয়েছে। আন্দোলনের মধ্য দিয়েই সরকারকে সমুচিত জবাব দেয়া হবে। কমরেড সেলিম আগামী ১৫ মার্চ সিপিবি-বাসদ আহূত জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি সফল করার জন্য ঢাকাবাসীর প্রতি আহ্বান জানান। সমাবেশে কমরেড রতন বলেন, সরকারের ভুল নীতি ও দুর্নীতির বোঝা জনগণের ওপর চাপানোর অংশ হিসেবে গ্যাসের দাম বাড়নো হয়েছে। পাশাপাশি সিলিন্ডার কোম্পানিগুলোকেও ব্যবসায়িক সুযোগ করে দেয়া হচ্ছে। এরই মধ্যে অন্যায়ভাবে সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। সরকারের লুণ্ঠন আর মিথ্যাচারের বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে রুখে দাঁড়াতে হবে। সরকারের গণবিরোধী নীতি ও পদক্ষেপের বিরুদ্ধে পাড়ায়-মহল্লায় সর্বত্র ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..