বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ আহূত আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা মহানগরীতে সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত হরতালের গণসংযোগকালে সিপিবি সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, জনগণের প্রতি সরকারের কোনো দায় নেই। সরকার জনগণের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়েছে। ভুল নীতিতে পরিচালিত সরকার একের পর এক গণবিরোধী নানা পদক্ষেপ ও সিদ্ধান্ত নিচ্ছে। অযৌক্তিকভাবে গ্যাসের দাম বৃদ্ধি সাধারণ মানুষের ওপর সরকারের সরাসরি আক্রমণ।
আজ ২৬ ফেব্রুয়ারি বায়তুল মোকাররম, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, গুলিস্তান, জিপিও, পল্টন এলাকায় হরতালের সমর্থনে গণসংযোগ, মতবিনিময় ও লিফলেট বিতরণকালে কমরেড সেলিম এসব কথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বাসদ-এর সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বাসদ-এর কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন, অনিরুদ্ধ দাশ অঞ্জন, সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. ফজলুর রহমান, আবদুল্লাহ ক্বাফী রতন, জলি তালুকদার, বাসদ নেতা জুলফিকার আলী, আব্দুর রাজ্জাক, প্রকৌশলী শম্পা বসু প্রমুখ।
কমরেড সেলিম আরো
বলেন, ২৮ ফেব্রুয়ারির হরতাল সাধারণ মানুষের স্বার্থে আহ্বান করা হয়েছে। সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করতে এই হরতাল সফল করতে হবে। দাম বৃদ্ধির প্রক্রিয়া থেকে সরে আসতে সরকারকে বাধ্য করতে হবে। এজন্য তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে।
কমরেড খালেকুজ্জামান বলেন, গ্যাসের দাম বাড়লে জনজীবনের সর্বত্র তার নেতিবাচক প্রভাব পড়বে। এরই মধ্যে সরকার বিদ্যুতের দাম বাড়ানোর হুমকি দিয়েছে। এসব হুমকি-ধামকি আন্দোলনের মাধ্যমেই মোকাবেলা করতে হবে। সরকারের গণবিরোধী নীতি ও পদক্ষেপের বিরুদ্ধে পাড়ায়-মহল্লায় সর্বত্র ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।
গণসংযোগকালে হরতালের প্রতি সাধারণ মানুষ ব্যাপক সমর্থন জানান। তাঁরা সিপিবি-বাসদ নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান এবং জনগণের দাবিতে আন্দোলন তীব্র করার কথা বলেন।
এদিকে আজ সিপিবি-বাসদ নেতৃবৃন্দ হরতাল সফল করার আহ্বান জানিয়ে আজ পরিবহণ শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। আগামীকাল ২৭ ফেব্রুয়ারি মিরপুর, মোহাম্মদপুর, তেজগাঁও, উত্তরা, সুত্রাপুর, ধানমন্ডি, খিলগাঁও, মতিঝিল, কাকরাইল এলাকায় হরতালের পক্ষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গণসংযোগ করবেন।