Revolutionary democratic transformation towards socialism

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন আগামীকাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে গ্যাসের মূল্য বৃদ্ধির ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, গণশুনানিতে দাম বাড়ানোর পক্ষে কোন যুক্তি দেখাতে পারেনি সরকার, তাছাড়া জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে অনেক কমে গেছে। তার পর গ্যাসের এই মূল্য বৃদ্ধির ঘোষণা সম্পূর্ণ অযৌক্তিক ও জনগণের সাথে প্রতারণার সামিল। বিবৃতিতে বলা হয়, দেশের সরকারের কিছু চাটুকার ছাড়া প্রায় সকল জ্বালানি বিশেষজ্ঞদের মতে গ্যাসের মূল্য বৃদ্ধি নয় বরং কামনো উচিত। সরকারও ইতিপূর্বে ঘোষণা দিয়েছিল ২০১৬ সালের পর দাম কমানো হবে। সরকার সে প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে দুই ধাপে বাস্তবায়নের জন্য পুনরায় মূল্য বৃদ্ধির ঘোষণা দিয়েছে, যা ১ মার্চ থেকে একচুলা ৭৫০/= টাকা, দুই চুলা ৮০০/= টাকা এবং ১ জুন থেকে একচুলা ৯০০/= টাকা এবং দুইচুলা ৯৫০/= টাকা হবে। এটা জনগণের কাছে মরার উপর খাড়ার ঘাঁ-এর মতো। বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহরের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। একই সাথে গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য সকল বাম প্রগতিশীল রাজনৈতিক দল ও দেশপ্রেমিক জনগণের প্রতি আহ্বান জানান। কর্মসূচি গ্যাসের মূল বৃদ্ধির অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আগামীকাল ২৪ ফেব্রুয়ারি ২০১৭ বিকেল ৪:৩০টায় সিপিবি-বাসদ এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। সিপিবি-বাসদের সকল নেতা-কর্মীদের বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..