Revolutionary democratic transformation towards socialism

গঠনতন্ত্র (১১, ১২ ও ১৩ অক্টোবর ২০১২ ঢাকায় অনুষ্ঠিত দশম কংগ্রেসে সংশোধিত)

লক্ষ্য ও উদ্দেশ্য ১. বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এ দেশের শ্রমিক শ্রেণী ও শ্রমজীবী জনগণের বিপ্লবী রাজনৈতিক দল। ২. সমাজতন্ত্র ও সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা করা এই পার্টির লক্ষ্য। ৩. বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্কসবাদ-লেনিনবাদের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দ্বারা তার সকল কর্মকান্ড পরিচালনায় ও নীতিসমূহ রচনায় সচেষ্ট থাকবে। সে ক্ষেত্রে পার্টি মার্কস, এঙ্গেলস, লেনিনের চিন্তার বৈজ্ঞানিক মর্মবাণী ও বিষয়বস্তুকে অনুসরণ ও বিকশিত করে অগ্রসর হওয়ার ধারাকে পার্টির মতাদর্শগত ভিত্তি রূপে বিবেচনা করবে। মতাদর্শের ক্ষেত্রে পার্টি সঠিক মার্কসীয় চিন্তা অনুসরণে যে কোনো প্রকার মতান্ধতা, গোঁড়ামি, শাস্ত্রবদ্ধ চিন্তার প্রবণতা প্রভৃতি হতে মুক্ত থাকবে এবং তত্ত্ব ও প্রয়োগের আন্তঃসম্পর্ক বিষয়ে মার্কসীয় সূত্র অনুসারে তত্ত্ব ও প্রয়োগকে সকল সময় সৃজনশীলভাবে অগ্রসর ও বিকশিত করতে সচেষ্ট থাকবে। ৪. এই পার্টি সমাজ বিকাশের বিপ্লবী শক্তি হিসেবে সমাজ ও সভ্যতার প্রগতিশীল বিকাশের জন্য সকল সময়ে এবং বিভিন্নমুখী ধারায় প্রগতির সচেতন উপাদান হিসেবে ভূমিকা পালনে সচেষ্ট থাকবে। ৫. পার্টি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখন্ডতা রক্ষায় সচেষ্ট থাকবে। ৬. দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সমাজ বিকাশের ধারার বিশিষ্টতা ও জনগণের সামাজিক মনস্তত্ত্বের প্রতি শ্রদ্ধাশীল থেকে জাতীয় ও আন্তর্জাতিক সুনির্দিষ্ট বাস্তবতাকে যথাযথভাবে বিবেচনায় নিয়ে এই পার্টি চূড়ান্ত লক্ষ্যের পথে অগ্রসর হওয়ার জন্য মার্কসবাদী-লেনিনবাদী নীতি অনুসারে সুনির্দিষ্ট সময়ের সুনির্দিষ্ট কর্তব্য নির্ধারণ করবে। পার্টি দেশের বিরাজমান অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক পশ্চাৎপদতা ও জনগণের জীবনে বিদ্যমান দারিদ্র্য মোচনের জন্য, দেশবাসীর বৈষয়িক সম্পদের ও আত্মিক শক্তির বিকাশ সাধন করার জন্য, সুষম বণ্টন নিশ্চিত করার জন্য এবং সমাজ ও রাষ্ট্রীয় জীবনের সকল ক্ষেত্রে সর্বোত্তম গণতান্ত্রিক বিধি-ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য নিরন্তর সংগ্রাম করে যাবে। ৭. বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার, গণতন্ত্রের মূল্যবোধ, আইনের শাসন এবং গণতান্ত্রিক বিধি-ব্যবস্থা ও প্রতিষ্ঠানসমূহকে গড়ে তোলা এবং বিকশিত করার জন্য নিরবচ্ছিন্ন সংগ্রাম পরিচালনা করবে। বাক্-ব্যক্তি স্বাধীনতা, সংবাদপত্র ও মত প্রকাশের স্বাধীনতা এবং বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার জন্য পার্টি কাজ করে যাবে। পার্টির লক্ষ্য ও কর্মসূচি বাস্তবায়নের জন্য রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও আদর্শগত ক্ষেত্রে বিভিন্নমুখী ধারায় আন্দোলন ও সংগ্রাম পরিচালনায় পার্টি সর্বতোভাবে নিয়োজিত থাকবে। পার্টি জনগণের সংখ্যাগরিষ্ঠের সমর্থনের ভিত্তিতে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য প্রয়াস চালাবে। ৮. এই পার্টি প্রত্যেক নাগরিকের স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালনের অবাধ অধিকার ও প্রত্যেকের ক্ষেত্রে বিবেকের স্বাধীনতা সুরক্ষার জন্য সব সময় সচেষ্ট থাকবে। পার্টি কূপমন্ডূকতা, কুসংস্কার, সাম্প্রদায়িকতা, সঙ্কীর্ণতা, আঞ্চলিকতা, স্বৈরতান্ত্রিকতা প্রভৃতি পশ্চাৎপদ ধ্যান-ধারণা ও এসবের ধারক প্রতিক্রিয়াশীল শক্তিসমূহের বিরুদ্ধে দৃঢ়ভাবে সংগ্রাম করবে এবং সুসভ্য, মানবিক, গণতান্ত্রিক ও প্রগতিশীল মূল্যবোধ ও শক্তিসমূহকে দৃঢ়ভিত্তিক করতে সচেষ্ট থাকবে। ৯. পার্টি সকল ধর্ম-মতের মানুষ ও সকল জাতিসত্তার সমমর্যাদার জন্য, দেশের ধর্মীয় সংখ্যালঘুদের ও জাতীয় সংখ্যালঘু তথা ক্ষুদ্র জাতিসত্তার ন্যায্য অধিকারসমূহ সুরক্ষা করতে এবং সকল প্রকার জাতিগত ও ধর্মীয় বৈষম্য-নিপীড়নের বিরুদ্ধে দৃঢ়ভাবে সংগ্রাম করবে। ১০. পার্টি দেশের নারী সমাজের বিরুদ্ধে অত্যাচার, নিপীড়ন, বৈষম্য অবসানে ও নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় নিরন্তর প্রচেষ্টা চালাবে। ১১. সমাজের সকল দুর্বল অংশ ও সম্প্রদায়ের উন্নয়ন, অগ্রগতি, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার জন্য পার্টি সংগ্রাম অব্যাহত রাখবে। ১২. পার্টি পরিবেশ, জীববৈচিত্র্য, মানুষ ও প্রকৃতি রক্ষায় বিকল্প উন্নয়ন ধারা প্রতিষ্ঠাসহ বহুমুখী ও সামগ্রিক প্রয়াস চালাবে। ১৩. এই পার্টি সারা দুনিয়ার মানব সভ্যতার সাধারণ স্বার্থ রক্ষা ও তা অগ্রসর করার জন্য সব সময় সচেষ্ট থাকবে। মানবমুক্তির মহতি আদর্শ সাম্যবাদে উদ্বুদ্ধ এই পার্টি প্রাণের অস্তিত্ব বিলোপের আশঙ্কা থেকে মুক্ত শান্তিপূর্ণ বিশ্বের জন্য সংগ্রাম করে যাবে। এই লক্ষ্যে পার্টি আণবিক ও তাপ পারমাণবিক যুদ্ধের বিপদের সম্পূর্ণ অবসান, সাধারণ নিরস্ত্রীকরণ প্রভৃতির জন্য দৃঢ়ভাবে সংগ্রাম করবে। ১৪. পার্টি উন্নয়নশীল বিশ্বের

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..