Revolutionary democratic transformation towards socialism

হেনা দাসের ৯৩তম জন্মবার্ষিকীতে সিপিবির শ্রদ্ধাঞ্জলি


আজ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির সাবেক প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ মহিলা পরিষদের সাবেক সভানেত্রী, মাধ্যমিক শিক্ষক আন্দোলনের পুরোধা কমরেড হেনা দাসের ৯৩তম জন্ম বার্ষিকী। সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে কমরেড হেনা দাসের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পন করেন সিপিবি সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম। এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য কমরেড লক্ষী চক্রবর্তী, অনিরুদ্ধ দাশ অঞ্জন, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুব আলম, রুহিন হোসেন প্রিন্স, কাফি রতন, মনিরা বেগম অনু, লুনা নূর, জাতীয় পরিষদ সদস্য হামিদা খাতুন প্রমুখ। কমরেড মুজাহিদুল ইসলাম কমরেড হেনা দাসকে পার্টির মহান পথ প্রদর্শক হিসেবে উল্লেখ করে বলেন, ব্রিটিশ উপনিবেশিক শক্তির বিরুদ্ধে সংগ্রামে, পাকিস্তানী শোষকদের বিরুদ্ধে লড়াইয়ে তাঁর অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। কমরেড সেলিম নারী মুক্তি আন্দোলনে শিক্ষক সমাজের সংগ্রামে, নানকার বিদ্রোহে কমরেড হেনা দাসের অবদানকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। সুলেখক কমরেড হেনা দাসের রচিত বইসমূহ পুনঃপাঠ করে তা থেকে শিক্ষা গ্রহণের জন্য পার্টি কমরেডদের প্রতি আহ্বান জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..