Revolutionary democratic transformation towards socialism

নতুন নির্বাচন কমিশন সম্পর্কে সিপিবি’র প্রাথমিক প্রতিক্রিয়া

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে বলেছেন, মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছেন। নির্বাচন কমিশন নিয়োগ দেয়ার প্রক্রিয়াটি আইনী কাঠামোর নিয়ন্ত্রণের বাইরে সম্পাদিত হওয়ায় তা ষোল আনাই নির্ভরশীল ছিল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ইচ্ছানুযায়ী গঠিত সার্চ কমিটির ৬ জন সদস্যের ব্যক্তিগত বিবেচনা ও তাদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ওপর। ব্যক্তিগত বিবেচনা ও পছন্দ-অপছন্দের ভিত্তিতে কোনো সংস্থা গঠিত হলে তার কাজকর্ম সম্পর্কে আগাম মূল্যায়ন করা দুষ্কর। তাই নির্বাচন কমিশন সম্পর্কে সিপিবি আগাম মূল্যায়নমূলক মন্তব্য করতে পারছে না। নির্বাচন কমিশন ভবিষ্যতে কেমনভাবে তার দায়িত্ব পালন করে তা দেখেই সিপিবি তার মূল্যায়ন জানাবে। বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, সিপিবি আন্তরিকভাবে আশা করবে যে, নতুন নির্বাচন কমিশন তার মেরুদণ্ড শক্ত রেখে অবাধ-নিরপেক্ষ-গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য তার ওপর অর্পিত দায়িত্ব যথার্থরূপে পালন করবে। সিপিবি আরো আশা করে যে, সরকার সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুসারে নির্বাচন কমিশন নিয়োগ বিষয়ে আইনগত কাঠামো প্রণয়নের জন্য গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনাক্রমে অবিলম্বে পদক্ষেপ নেবে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..