Revolutionary democratic transformation towards socialism

চট্টগ্রামে আইনজীবী হত্যায় সিপিবির তীব্র নিন্দা হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করার আহ্বান জানিয়েছেন ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যার এ ঘটনায় আমরা মর্মাহত, বিক্ষুব্ধ ও গভীরভাবে শোকাহত। খুনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এই ঘটনা যাতে ভিন্ন খাতে চলে না যায় সে জন্য সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

বিবৃতিতে সবাইকে ধৈর্য ধারণ করে শান্তি ও সম্প্রীতি বজায় রাখারও আহ্বান জানানো হয়। বিবৃতিতে আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন ও হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দ্রুত জনজীবনে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..