বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য অনিরুদ্ধ দাশ অঞ্জনের পিতা নড়াইল জেলার বড়দিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বড়দিয়া কলেজের হিসাব বিজ্ঞানের সাবেক প্রভাষক অসিত বরণ দাশ আজ ৩১ অক্টোবর ২০২৪, ৮০ বছর বয়সে ঢাকার একটি হাসপাতালে মৃত্যবরণ করেছেন।
তাঁর মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)'র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ প্রয়াত অসিত বরণ দাশের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কবি ও শিক্ষাবিদ অসিত বরণ দাশ সিপিবি ও এদেশের বাম আন্দোলনের অন্যতম শুভাকাঙ্ক্ষী ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা একজন অসম্প্রদায়িক প্রগতিশীল মানুষকে হারালাম।