Revolutionary democratic transformation towards socialism

সঙ্গীতজ্ঞ সন্‌জিদা খাতুন এর মৃত্যুতে সিপিবি’র শোক


বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের অগ্রণী ব্যক্তিত্ব, সঙ্গীতজ্ঞ ও ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি সন্‌জীদা খাতুন আর নেই। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

সন্‌জিদা খাতুনের মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ২৫ মার্চ ২০২৫, এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।

সন্‌জিদা খাতুনের কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিবৃতিতে বলা হয়, সংস্কৃতি আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব সন্‌জিদা আমৃত্যু একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে গেছেন। বাঙালির  নিজস্ব সংস্কৃতির বিকাশের লক্ষ্যে তাঁর কর্মযজ্ঞ এ জাতি চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ষাটের দশক থেকেই পাকিস্তানি শাসকগোষ্ঠীর রক্তচক্ষুকে উপেক্ষা করে বাঙালি সংষ্কৃতির বিকাশ ও চর্চার এক নির্ভরযোগ্য অবলম্বন হয়ে গিয়েছিলেন তিনি। নেতৃবৃন্দ বলেন, তাঁর মৃত্যুতে এক অপূরণীয় ক্ষতি হলো আমাদের। বিবৃতিতে বলা হয়, একজন দেশপ্রেমিক, প্রগতিশীল, সাহসী এবং লড়াকু মানুষ হিসেবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর অবদান জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ তাঁর শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..