বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজ ১৫ নভেম্বর বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এবং ঐক্য ন্যাপের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সিপিবি’র একাদশ কংগ্রেসের পর বিভিন্ন বাম-গণতান্ত্রিক দলের নেতৃবৃন্দের সঙ্গে সিপিবি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে এ সাক্ষাৎ হয়। পরবর্তীতে অন্যান্য বাম-গণতান্ত্রিক দলের নেতৃবৃন্দের সঙ্গে সিপিবি’র নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করবেন।
সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের নেতৃত্বে সাক্ষাৎকালে সিপিবি’র পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, প্রেসিডিয়াম সদস্য রফিকুজ্জামান লায়েক, মিহির ঘোষ ও অনিরুদ্ধ দাশ অঞ্জন। বাসদ অফিসে বাসদের নেতবৃন্দের সঙ্গে সাক্ষাৎকালে বাসদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, জাহেদুল হক মিলু, রাজেকুজ্জামান রতন। এছাড়া ঐক্য ন্যাপের অফিসে সাক্ষাৎকালে ঐক্য ন্যাপের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক অ্যাড. আসাদুল্লাহ তারেক, প্রেসিডিয়াম সদস্য অ্যাড. এস এম সবুর, আব্দুল মোনায়েম নেহেরু প্রমুখ।
সাক্ষাৎকালে সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম দুই দলের নেতৃবৃন্দের কাছে পার্টির একাদশ কংগ্রেসে গৃহীত বাম-গণতান্ত্রিক বিকল্প গড়ে তেলার রাজনৈতিক লাইন তুলে ধরেন।
কমরেড সেলিম দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে কার্যকর আন্দোলন গড়ে তুলতে বাম-গণতান্ত্রিক শক্তির ঐক্যকে আরো দৃঢ় করার আহ্বান জানান।
কমরেড জাফর বাম-গণতান্ত্রিক দল ও শক্তিগুলোর মধ্যে সৌহার্দ্য, সংহতি, সমঝোতা আরো জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন।
Login to comment..