বিশ্ব
কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা, ভারতের কমিউনিস্ট আন্দোলনের পুরোধা এবং
ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক কমরেড সীতারাম
ইয়েচুরির (৭২) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
(সিপিবি)।
আজ ১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, সিপিবির সভাপতি কমরেড
মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে
বলেন, কমরেড সীতারাম ইয়েচুরির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাভিভূত। গত ১৯
আগস্ট নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় তাঁকে দিল্লীর এ.আই.আই.এম.এস হাসপাতালে
ভর্তি করা হয় এবং পরে তিনি আইসিইউ সার্পোটে ছিলেন। তাঁর শারিরীক অবস্থা
সংকটজনক হলেও স্থিতিশীল ছিল বলে চিকিৎসকরা জানায়। তাই আমরা আশাবাদী
হয়েছিলাম যে, তিনি আবার সুস্থ হয়ে ফিরে আসবেন।
কিন্তু আকস্মিকভাবে অবস্থার
আরো অবনতি হলে তিনি আজ ১২ সেপ্টেম্বর দুপুরে ৭২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
তাঁর এই মৃত্যুতে দক্ষিণ এশিয়ার শোষিত-বঞ্চিত-নিপীড়িত মানুষ মানবমুক্তি তথা
সমাজতন্ত্রের সংগ্রামের এক বিপ্লবী নেতাকে হারালেন।
বিবৃতিতে সিপিবি
নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশ তথা এদেশের মেহনতি জনগণের অকৃত্রিম বন্ধু
কমরেড সীতারাম ইয়েচুরির মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। বিশ্ব কমিউনিস্ট আন্দোলন,
দক্ষিণ এশিয়ার সাম্যবাদী আন্দোলন ও ভারতের বামপন্থী আন্দোলনে তাঁর অবদান
ভাস্কর হয়ে থাকবে।
কমরেড সীতারাম ইয়েচুরি লাল সালাম।