Revolutionary democratic transformation towards socialism

শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নৈরাজ্য বন্ধের আহ্বান সিপিবির


সাধারণ শিক্ষার্থীদের নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্য, উদ্যশ্যমূলকভাবে শিক্ষকদের অপমান, ছাত্র রাজনীতি বন্ধের নামে শিক্ষায়তনে প্রগতিশীল ছাত্র রাজনীতি ও কর্মকাণ্ডের ওপর আঘাত, মুক্তিযুদ্ধ ও দেশবিরোধী অপশক্তির মুক্তিযুদ্ধ, ইতিহাস, ঐতিহ্য মুছে ফেলার অপচেষ্টা রুখে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। একইসাথে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী, সাধারণ শিক্ষার্থীর নামে নৈরাজ্যমূলক তৎপরতায়ও গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সর্বত্র শৃংখলা ফিরিয়ে আনার আহ্বান জানান হয়েছে।

এ প্রসঙ্গে আজ ২২ আগস্ট, বৃহস্পতিবার প্রদত্ত এক বিবৃতিতে সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, জুলাই-আগস্ট ২০২৪ এর গণঅভ্যুত্থানের বিজয়ের পর, এখনো সারাদেশের মানুষের শঙ্কা কাটেনি। কোথাও কোথাও একদলের দখলদারিত্বের বিপরীতে আরেক দল, গোষ্ঠীর দখলদারিত্ব, চাঁদাবাজি চলছে। প্রশাসনিক কাঠামো, আইনশৃঙ্খলা বাহিনীর শৃঙ্খলা ফিরে আসেনি। শিক্ষাপ্রতিষ্ঠানে কোথাও কোথাও শিক্ষকদের অবমাননা, ছাত্র রাজনীতি বন্ধের নামে শিক্ষায়তনে প্রগতিশীল ছাত্র রাজনীতি ও কর্মকারণ্ডর ওপর আঘাত করা হচ্ছে। সাধারণ ছাত্রদের নামে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্ট কার্যালয় ভাঙচুর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের রাজনীতি নিষিদ্ধসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি নিষিদ্ধের ঘোষণা উদ্বেগজনক। এসব ঘটনা গণঅভ্যুথানের চেতনাকে প্রশ্নবিদ্ধ করবে, গণতান্ত্রিক সংস্কারের পথকে বাধাগ্রস্ত করবে, স্বৈরাচার-ফ্যাসিবাদের ভিত্তি উচ্ছেদের সংগ্রাম ক্ষতিগ্রস্ত করবে।

বিবৃতিতে নিষ্ঠার সাথে সর্বত্র শৃঙ্খলা ফিরিয়ে আনা, জানমালের নিরাপত্তা, দখল-বেদখলের অপতৎপরতা বন্ধ এবং উল্লেখিত বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানান হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..