Revolutionary democratic transformation towards socialism

প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ-এর মৃত্যুতে সিপিবির শোক


বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ৯ আগস্ট ২০২৪, শুক্রবার এক বিবৃতিতে প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, তার মৃত্যুতে দেশ ও জাতি অন্যতম শ্রেষ্ঠ সন্তানকে হারাল।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাম আন্দোলনের অন্যতম সুহৃদ ছিলেন। দেশের বাম প্রগতিশীল আন্দোলন বিকাশের ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। দেশের জাতীয় সম্পদ রক্ষায় তার অনন্য ভূমিকা জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করে।

প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ-এর কর্মময় জীবন এ দেশের মানুষ বিশেষত তরুণ প্রজন্মের সামনে অন্যতম শিক্ষণীয় হয়ে থাকবে।

বিবৃতিতে বলা হয়, জাতীয় সম্পদ রক্ষা ও দেশের বাম আন্দোলনকে বিকশিত করা এবং মানব মুক্তির সংগ্রাম অগ্রসর করে আমরা তাকে স্মরণ করব।

বিবৃতিতে প্রয়াত শেখ মুহাম্মদ শহিদুল্লাহ-এর পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানানো হয়।

উল্লেখ্য, প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ আজ ৯ আগস্ট ২০২৪, শুক্রবার ভোরে আমেরিকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। তাঁর দাফনের বিষয় পরিবারের সদস্যদের সাথে পরামর্শ করে তাদের সিদ্ধান্ত পরবর্তীতে দেশবাসীকে জানানো হবে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..