বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ৯ আগস্ট ২০২৪, শুক্রবার এক বিবৃতিতে প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, তার মৃত্যুতে দেশ ও জাতি অন্যতম শ্রেষ্ঠ সন্তানকে হারাল।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাম আন্দোলনের অন্যতম সুহৃদ ছিলেন। দেশের বাম প্রগতিশীল আন্দোলন বিকাশের ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। দেশের জাতীয় সম্পদ রক্ষায় তার অনন্য ভূমিকা জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করে।
প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ-এর কর্মময় জীবন এ দেশের মানুষ বিশেষত তরুণ প্রজন্মের সামনে অন্যতম শিক্ষণীয় হয়ে থাকবে।
বিবৃতিতে বলা হয়, জাতীয় সম্পদ রক্ষা ও দেশের বাম আন্দোলনকে বিকশিত করা এবং মানব মুক্তির সংগ্রাম অগ্রসর করে আমরা তাকে স্মরণ করব।
বিবৃতিতে প্রয়াত শেখ মুহাম্মদ শহিদুল্লাহ-এর পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানানো হয়।
উল্লেখ্য, প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ আজ ৯ আগস্ট ২০২৪, শুক্রবার ভোরে আমেরিকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। তাঁর দাফনের বিষয় পরিবারের সদস্যদের সাথে পরামর্শ করে তাদের সিদ্ধান্ত পরবর্তীতে দেশবাসীকে জানানো হবে।