Revolutionary democratic transformation towards socialism

সিরাজগঞ্জে সিপিবি নেতা সাংবাদিক প্রদীপ ভৌমিককে হত্যা এবং জেলা কার্যালয় পুড়িয়ে দেওয়ার তীব্র নিন্দা সিপিবির


সিপিবি সিরাজগঞ্জ জেলা কমিটির সদস্য ও রায়গঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক, ক্ষেতমজুর নেতা, রায়গঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদীপ ভৌমিককে কুপিয়ে হত্যা করেছে বিএনপি-জামাতের দুর্বৃত্তরা এবং একই সময়ে সিপিবি জেলা কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে নিষিদ্ধ ঘোষিত জামাত-শিবির কর্মীরা।

এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ৪ আগস্ট ২০২৪, রবিবার প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে বলেন, হত্যাকারী এবং অগ্নিসংযোগকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

নেতৃবৃন্দ বলেন, আজ দুপুরে রায়গঞ্জ প্রেসক্লাবে কর্মরত অবস্থায় দুর্বৃত্তরা প্রেসক্লাবে ঢুকে কমরেড প্রদীপ ভৌমিককে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..