Revolutionary democratic transformation towards socialism

সরকারকে পদত্যাগ করে জাতীয় বিপর্যয় থেকে দেশকে রক্ষার আহ্বান সিপিবির


আজ ৪ আগস্ট ২০২৪, রবিবার, সকাল ১১টায় পার্টি কার্যালয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকাস্থ কেন্দ্রীয় কমিটির সভায় নেতৃবৃন্দ গণরায় মেনে নিয়ে সরকারের পদত্যাগ, জাতীয় বিপর্যয় থেকে দেশকে রক্ষা এবং ছাত্র-জনতার চলমান গণতান্ত্রিক সংগ্রামের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সভায় সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, কেন্দ্রীয় নেতা অধ্যাপক এম এম আকাশ, সাজ্জাদ জহির চন্দন, আহসান হাবিব লাবলু, আবদুল্লাহ ক্বাফী রতন, ডা. ফজলুর রহমান, কাজী রুহুল আমিন, অ্যাড. হাসান তারিক চৌধুরী, ডা. সাজেদুল হক রুবেল, জলি তালুকদার প্রমুখ।

সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, বর্তমান স্বৈরাচারী সরকার দীর্ঘদিন যাবৎ জনগণের ওপর দমননীতি চালিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রাখার মতো পথে এবারো ছাত্র সমাজের ওপর দমননীতি চালিয়ে যাচ্ছে। যার ফলে জনগণের মাঝে দীর্ঘদিনের পুঞ্জিভূত ক্ষোভ বিক্ষোভে পরিণত হয়ে গণবিদ্রোহে রূপ নিয়েছে।

ছাত্র-জনতার ন্যায্য মেনে নিতে সরকারের কালক্ষেপণের ফলে আজও দেশের বিভিন্ন জায়গায় নির্বিচারে গুলিবর্ষণ, নৃশংসতম হত্যাকাণ্ড এবং জ্বালাও-পোড়াও ধ্বংসযজ্ঞ চলছে। যা কোনোভাবেই দেশ ও দেশের মানুষের জন্য মঙ্গল বয়ে আনবে না।

এমতাবস্থায় যদি দেশ-বিদেশের কোনো গণবিরোধী মহল অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক কর্মকাণ্ড পরিচালনা করে সেটাও দেশের আপামর জনগণের জন্য মঙ্গল বয়ে আনবে না।

নেতৃবৃন্দ অবিলম্বে ছাত্র-জনতার সকল দাবি মেনে নিয়ে সরকারের পদত্যাগ ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করে জাতীয় বিপর্যয় থেকে দেশকে রক্ষা না করা পর্যন্ত আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..