Revolutionary democratic transformation towards socialism

হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার এবং সাধারণ ছাত্র-ছাত্রীদের উপর হামলা-মামলা বন্ধের দাবি


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মোঃ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ১৫ জুলাই ২০২৪ এক বিবৃতিতে দুপুরে কোটা সংস্কার আন্দোলনের মিছিল ও সমাবেশে ছাত্রলীগের নেতাকর্মীদের দফায় দফায় হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার এবং সাধারণ ছাত্র-ছাত্রীদের উপর হামলা-মামলা বন্ধের দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত রাত থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর সরকারের বিভিন্ন মহল, প্রশাসনের হুমকি ও ছাত্রলীগের হামলার প্রস্তুতি চলতে থাকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটতে থাকে। আজ দুপুরে ইডেন কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নামধারীদের হামলায় শতাধিক ছাত্র-ছাত্রীর আহত হওয়ার ঘটনায় প্রমাণিত হয় এই হামলা পরিকল্পিত।

বিবৃতিতে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের উপর হামলা বন্ধ ও হামলাকারীদের গ্রেফতার, কালক্ষেপণ না করে কোটার যৌক্তিক সংস্কার ঘোষণা এবং পদক্ষেপ গ্রহণের দাবি জানান হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..