Revolutionary democratic transformation towards socialism

কোটা সংস্কার আন্দোলনকে প্রশ্নবিদ্ধ না করে সংস্কার আন্দোলনে যথাযথ ভূমিকা নেওয়া এবং দুদক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছে সিপিবি


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ১৫ জুলাই ২০২৪, সোমবার এক বিবৃতিতে দুর্নীতি লুটপাট প্রতিরোধে কার্যকর ভূমিকা না নেওয়ার প্রতিবাদে এবং দুর্নীতি লুটপাটকারীদের বিরুদ্ধে কার্যকর ভূমিকা নেওয়ার দাবিতে আগামীকাল ১৬ জুলাই ২০২৪, মঙ্গলবার, সকাল ১১টায় বাম গণতান্ত্রিক গণতান্ত্রিক জোট আহূত দুর্নীতি দমন কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।

অপর এক বিবৃতিতে নেতৃবৃন্দ কোটা সংস্কার আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে নতুন সংকট তৈরি না করা, মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ না করা এবং কোটা ব্যবস্থার যুক্তিসঙ্গত সংস্কারের ভূমিকা ভূমিকা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ, আন্দোলনরত ছাত্রদের ওপরে কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, হামলা-মামলা দিয়ে ন্যায়সঙ্গত আন্দোলন থেকে ছাত্র জনতাকে পিছু হটানো যাবে না।



Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..