Revolutionary democratic transformation towards socialism

বগুড়ায় রথযাত্রার অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হতাহতের ঘটনায় সিপিবির শোক ও উদ্বেগ


গতকাল বগুড়ায় রথযাত্রার অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জন নিহত ও অর্ধশতাধিক আহতের ঘটনায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেন।

আজ ৮ জুলাই ২০২৪, সোমবার এক বিবৃতিতে সিপিবি নেতৃবৃন্দ বগুড়ায় ইসকন আয়োজিত রথযাত্রার অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হতাহতের ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক ঘটনা হিসেবে উল্লেখ করে বলেন, এই ঘটনাকে নিছক দুর্ঘটনা না বলে এর পেছনে প্রশাসনের চরম গাফিলতি ও অব্যবস্থাপনা দায়ী।

নেতৃবৃন্দ এই ঘটনায় নিহতদের পরিবারের জন্য যথাযথ ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা নিশ্চিত ও দায়িত্ব প্রশাসন ও সরকারকে নেয়া এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তি/প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। 

নেতৃবৃন্দ এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য সতর্ক ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..