বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে নাগরিক ঐক্যের আহ্বায়ক জনাব মাহমুদুর রহমান মান্নাকে দীর্ঘদিন আটক করে রাখায় উদ্বেগ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ অবিলম্বে জনাব মান্নার জামিনে মুক্তি দাবি করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, বিচারিক প্রক্রিয়া দীর্ঘায়িত করে দীর্ঘদিন কোনো ব্যক্তিকে আটক রাখা অগ্রহণযোগ্য এবং ন্যায় বিচারের পরিপন্থী। অন্য সকলের মতো জনাব মান্নারও ন্যায়বিচার পাওয়ার অধিকার আছে। সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করে রাখা হয়েছে। তাকে জামিনে মুক্তি দিয়ে যথাযথ আইনি প্রক্রিয়ায় তার মামলা নিষ্পত্তি করা প্রয়োজন বলে দেশবাসী মনে করে।
Login to comment..