Revolutionary democratic transformation towards socialism

স্বৈরাচার ও স্বৈরাচারী ব্যবস্থার অবসানে আন্দোলনের আহ্বান


বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ২ আগস্ট ২০২৪, শুক্রবার, এক বিবৃতিতে হত্যা, নির্যাতনের প্রতিবাদে ও ছাত্রদের দাবি আদায়ে দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার গণমিছিলে পুলিশ-দলীয় সন্ত্রাসীদের হামলা, গুলি ও মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, হত্যা নির্যাতন করে গদি রক্ষা করা যাবে না।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ভয়-ভীতি উপেক্ষা করে সারাদেশে বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ রাজপথে পথে নেমে এসেছে। সরকারের বিরুদ্ধে গণরায় ঘোষণা করেছে। এটি উপেক্ষা করার পরিণাম হবে ভয়াবহ।

বিবৃতিতে নেতৃবৃন্দ আর কালবিলম্ব না করে শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করে দেশের মানুষের গণরায়কে মেনে নেয়া এবং সমস্যার রাজনৈতিক সমাধানের উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান।

বিবৃতিতে স্বৈরাচার ও স্বৈরাচারী ব্যবস্থার অবসান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..